দীর্ঘ তিনমাস পর পর্যটকদের জন্য দুয়ার খুলছে স্পেন৷ তার আগে দেশটির মায়োর্কা দ্বীপে একটি পরীক্ষাও হয়ে যাচ্ছে৷ সেখানে কয়েক হাজার জার্মান পর্যটক যাচ্ছেন একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে৷ পর্যটকরা এই করোনাকালে কেমন মর্যাদা পাবেন সেখানে গেলে দেখুন প্রতিবেদনে৷
এফএস/কেএম (ইবিইউ, এপিটিএন)