ফ্রান্স, ইউক্রেন, ডেনমার্ক, ইটালি, স্পেন, পর্তুগাল, গ্রিস সহ ইউরোপের একাধিক দেশ ওমিক্রনে জর্জরিত। সংক্রমণ বাড়ছে জার্মানিতেও। অস্ট্রেলিয়াতেও গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ সংক্রমণ বেড়েছে। পরিস্থিতি দেখে গোটা বিশ্বকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও। সংস্থার প্রধান বুধবার বলেছেন, ডেল্টার চেয়ে দ্রুত সংক্রমিত হচ্ছে ওমিক্রন। বিভিন্ন দেশে ওমিক্রনের কারণে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। সকলকে এ বিষয়ে সতর্ক হতে হবে। ডাব্লিউএইচও-র বক্তব্য, ডেল্টা প্রজাতির ভাইরাস এখনো চলে যায়নি। তারই মধ্যে ওমিক্রন চলে আসায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। দুইটি ভাইরাস একত্রে ছড়িয়ে পড়ছে। করোনার সুনামি আসতে চলেছে বলে জানিয়েছেন ডাব্লিউএইচও-র প্রধান।
-
বুস্টার ডোজের আদ্যোপান্ত
বুস্টার ডোজ কী?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, করোনা ভাইরাস ঠেকাতে টিকার প্রাথমিক পূর্ণ ডোজ (ধরন হিসেবে এক বা দুই ডোজ) পাওয়া একটি জনসংখ্যার মাঝে টিকার কার্যকারিতা নির্দিষ্ট মাত্রার নিচে নেমে যাওয়ায় বাড়তি যে ডোজ দেয়া হচ্ছে তাকেই বলা হচ্ছে বুস্টার ডোজ৷ এটি দেয়ার মূল লক্ষ্য হল, মানবশরীরে টিকার কার্যকারিতা বাড়ানো৷
-
বুস্টার ডোজের আদ্যোপান্ত
পেলেন কতজন?
‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’র ২২ ডিসেম্বর ২০২১ পর্যন্ত হিসেব বলছে, পুরো পৃথিবীতে প্রতি ১০০ জনে ৫.৮৬ জন বুস্টার ডোজ পেয়েছেন৷ এর মধ্যে চিলির বুস্টার পাওয়ার হার সবচেয়ে বেশি ৫২.৬৮%৷ এছাড়া যুক্তরাজ্যে প্রতি ১০০ জনে ৪৫.২২, ইসরায়েলে ৪৪.৮৯ ও উরুগুয়েতে ৪২.৫৯ জন পেয়েছেন এই ডোজ৷
-
বুস্টার ডোজের আদ্যোপান্ত
ছয় না তিন মাস?
প্রাথমিকভাবে বলা হচ্ছিল, টিকার পূর্ণডোজের ছয়মাস পর বুস্টার ডোজ নেয়া যেতে পারে৷ কারণ ছয় মাস পর টিকার কার্যকারিতা এরপর কমতে শুরু করে৷ কিন্তু সম্প্রতি জার্মানির টিকা কমিশন বা এসটিআইকেও বলছে, পূর্ণ ডোজের তিন মাস পরই নেয়া যাবে বুস্টার৷
-
বুস্টার ডোজের আদ্যোপান্ত
ওমিক্রনের টেনশন
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রকোপের কারণে বুস্টার ডোজের প্রতি ঝুঁকছে দেশগুলো৷ যুক্তরাজ্যসহ ইউরোপে ওমিক্রনের প্রভাব বাড়ায় নতুন করে বিধিনিষেধ আরোপের পাশাপাশি বুস্টার টিকার ওপর জোর বাড়ানো হচ্ছে৷
-
বুস্টার ডোজের আদ্যোপান্ত
ইউরোপে ভ্রমণে নিষেধাজ্ঞা
ইউরোপীয়ান ইউনিয়ন এরইমধ্যে বুস্টার ডোজ ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে৷ সম্প্রতি ইউরোপীয়ান কমিশন ঘোষণা দিয়েছে, প্রাথমিক পূর্ণ ডোজ পাওয়া ব্যক্তিরা বুস্টার ডোজ না নেয়া থাকলে কেবল নয় মাস ইউরোপে ভ্রমণের সুযোগ পাবেন৷ অন্যথায় তাদের ভ্যাকসিন পাসপোর্ট কার্যকর থাকবে না৷
-
বুস্টার ডোজের আদ্যোপান্ত
ওমিক্রনে বুস্টার কতটা কার্যকর?
ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ কতটা কার্যকর তা নিশ্চিত করে এখনো (ডিসেম্বর ২০২১ পর্যন্ত) বলতে পারেনি ইউরোপীয় মেডিসিনস এজেন্সি কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ কোন কোন টিকা কোম্পানি দাবি করছে, তাদের টিকা এই ভ্যারিয়েন্ট প্রতিরোধে কার্যকর৷ তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু টিকা নয়, মাস্ক পরাসহ বিধিনিষেধ অনুসরণ করলেই কেবল প্রচণ্ড সংক্রমক ওমিক্রনকে ঠেকানো যাবে৷
-
বুস্টার ডোজের আদ্যোপান্ত
বাধ্যতামূলক টিকা
ইউরোপে অস্ট্রিয়াতে সবার আগে করোনার টিকা বাধ্যতামূলক করা হয়েছে৷ জার্মানিতে হাসপাতাল ও নার্সিং হোমগুলোতে কাজ করাদের জন্য টিকা বাধ্যতামূলক করা হয়েছে৷ এশিয়া ও মধ্যপ্রাচ্যেও অনেক দেশ টিকার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে৷ এছাড়া ২০২২ সালের শুরুতে অনেক দেশেই বিশেষ বিশেষ পেশা বা বয়সের মানুষের জন্য টিকা বাধ্যতামূলক করবে বলে জানিয়েছে৷
-
বুস্টার ডোজের আদ্যোপান্ত
টিকার বিরুদ্ধে প্রতিবাদ
অন্যদিকে, বুস্টারসহ কোন ধরনের টিকা নিতে চান না এমন লোকেরও অভাব নেই৷ অস্ট্রিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডসসহ ইউরোপের অনেক জায়গায় টিকা ও বিধিনিষেধের বিরুদ্ধে সম্প্রতি ব্যাপক আন্দোলন দেখা গেছে৷ পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে প্রতিবাদকারীদের৷
-
বুস্টার ডোজের আদ্যোপান্ত
ধনী দেশে বুস্টার, আর গরীব দেশে?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা উন্নত বিশ্বের লোকজন যে ঢালাওভাবে করোনার বুস্টার টিকা দেয়া শুরু করেছে, তার নিন্দা জানিয়েছে৷ বিশ্বের অনেক দেশে এখন প্রয়োজনীয় প্রাথমিক টিকার সংস্থানও হয়নি৷ আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশে ১ শতাংশের কম মানুষ টিকার আওতায় এসেছেন৷ সেখানে বিশ্বে এখন ২০ ভাগ টিকা বুস্টার ডোজ হিসেবে দেয়া হচ্ছে৷
-
বুস্টার ডোজের আদ্যোপান্ত
মিশন চতুর্থ বুস্টার
তৃতীয় ডোজ বা বুস্টার ডোজের পর এখন আলোচনা চতুর্থ ডোজ নিয়ে৷ জার্মানির ডাক্তার অ্যাসেসিয়েশনের প্রধান উলরিশ ভাইগেল্ডট সম্প্রতি বলেন যে, ২০২২ সালের গ্রীষ্মে বা তারপর চতুর্থ বুস্টার ডোজের প্রয়োজন পড়তে পারে৷
লেখক: যুবায়ের আহমেদ
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ফ্রান্সে। দুই লাখ সাত হাজার। ফ্রান্সের প্রত্যেক দুই জনের মধ্যে একজন এখন করোনায় আক্রান্ত। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী বুধবার জানিয়েছেন, এমন ভয়াবহ পরিস্থিতি তারা এর আগে কখনো দেখেননি। তবে ফরাসি হাসপাতালগুলি পরিস্থিতি সামলাতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। বহু মানুষ এখন হাসপাতালের আইসিইউতে ভর্তি।
জার্মানির অবস্থাও তথৈবচ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সামান্য কমলেও নতুন ঢেউ দেশে আছড়ে পড়েছে বলে জানিয়ে দিয়েছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী। ফলে দেশ জুড়ে নতুন বিধিও চালু করা হয়েছে। জার্মান বিশেষজ্ঞদের বক্তব্য, সে দেশের অবস্থাও ফার্নসের মতো হবে। টেস্ট কম হওয়ার কারণে আসল তথ্য এখনো সামনে আসছে না। ক্রিসমাসের ছুটির জন্য টেস্ট কম হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার করোনার নতুন ঢেউ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। এদিন তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার মানুষ দেশের একাধিক হাসপাতালে ভর্তি হয়েছেন। মার্চের পর এই সংখ্যাটি রেকর্ড।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে ৭৯৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। দেশের স্বাস্থ্যমন্ত্রী সরকারিভাবে নতুন ঢেউ ঘোষণা করে দিয়েছেন।
ভারতেও নতুন করে করোনার সংক্রমণ লাফিয়ে বাড়তে শুরু করেছ। দিল্লি, মুম্বই, কলকাতা সহ একাধিক রাজ্যে নতুন করে করোনা সতর্কতা জারি হয়েছে। মুম্বইয়ের ধারাভি বস্তিতে ফের করোনা আক্রান্ত মিলেছে। দিল্লিতে নাইট কার্ফিউ জারি হয়েছে।
বিশেষজ্ঞদের বক্তব্য, ফেব্রুয়ারিতে নতুন ঢেউ সর্বোচ্চ জায়গায় পৌঁছাবে। বর্ষশেষেই তার প্রভাব শুরু হয়েছে বলে মনে করছেন অনেকে।
এসজি/জিএইচ (রয়টার্স, পিটিআই, এপি, এএফপি)