করোনা ভাইরাসের টিকা পাওয়ার পর তা কীভাবে দেয়া হবে সেই পরিকল্পনা একটা বড় চ্যালেঞ্জ৷ এখনো কোনো টিকার কার্যকারিতা পুরোপুরি প্রমাণ হয়নি৷ কিন্তু জার্মানিতে কাদের, কখন এবং কীভাবে তা দেয়া হবে এরই মধ্যে সেই প্রস্তুতি শুরু হয়েছে৷
কাই আলেকজান্ডার শোলৎজ/এপিবি
আইনি নোটিশ | তথ্য সুরক্ষা | আইনি বিজ্ঞপ্তি | যোগাযোগ | মোবাইল সংস্করণ