আখেন শহরের পুলিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে এ খবর৷ বিবৃতিতে জানানো হয়, শহরবাসীদের অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না, সামাজিক দূরত্ব না মেনে অন্যের জন্য ঝুঁকি বাড়াচ্ছেন বলে ৭১ বছর বয়সি এক লোক আর মেজাজ ঠিক রাখতে পারেননি৷ সপ্তাহান্তে কোনো এক কাজে ঘর থেকে বেরিয়েছিলেন৷ তার হাতে ছিল মরিচের গুঁড়ার স্প্রে৷ সামাজিক দূরত্ব না মেনে যে-ই কাছে আসছিল, তার দিকেই স্প্রে করছিলেন মরিচের গুঁড়া৷
কিছু মানুষ দল বেঁধে জগিং করতে বেরিয়েছিলেন৷ পাশ দিয়ে যাওয়ার সময় তাদের দিকে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন স্বাস্থ্যবিধি সচেতন বৃদ্ধ৷ তারপর সাইকেল চালিয়ে সপ্তাহান্ত উপভোগ করতে বেরোনো এক যুগলের পথও ঢেকে যায় মরিচের গুঁড়ায়৷ কোনোরকমে দুর্ঘটনা এড়িয়ে, চোখের জ্বালা সয়ে পুলিশে ফোন করেছিলেন সেই যুগল৷
পুলিশের কাছে সব স্বীকার করেছেন মরিচের গুঁড়াহামলাকারী৷ পথচারীদের ‘ভয়ঙ্কর শারীরিক ক্ষতিসাধন এবং বিপজ্জনকভাবে তাদের যাত্রাপথে বাধা সৃষ্টি’র অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে৷
এসিবি/কেএম (ডিপিএ)
-
করোনাকালে পুজোর ভিড়
পুজোর ভিড়
করোনা, তাই অনলাইনে পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাই বলে কলকাতার মানুষ বাড়িতে বসে নেই। রাস্তায় জনসমুদ্র।
-
করোনাকালে পুজোর ভিড়
নিউ মার্কেট
কলকাতার অন্যতম জামা কাপড়ের বাজার নিউ মার্কেট। সেখানে থিক থিক করছে মানুষ। অন্য বছরের সঙ্গে এ বছরের কোনো তফাত নেই। অথচ প্রতিদিন করোনার প্রকোপ বাড়ছে।
-
করোনাকালে পুজোর ভিড়
হাতিবাগান
হাতিবাগান মার্কেটের ছবিও একই রকম। পুলিশের বক্তব্য, করোনার জন্য যা যা নিয়ম স্থির করা হয়েছিল, তার কিছুই মানছেন না ক্রেতারা। গায়ে গায়ে চলছে বাজার।
-
করোনাকালে পুজোর ভিড়
মাস্ক কই
পুজো শুরু হতে আরও কয়েক দিন বাকি। তার আগে হয়ে গিয়েছে খুঁটি পুজো। লাইন দিয়ে খুঁটি পুজোর প্রসাদ নিচ্ছেন স্থানীয় মানুষ। কিন্তু কারও মুখে মাস্ক নেই।
-
করোনাকালে পুজোর ভিড়
মণ্ডপেও ভিড়
দুর্গা পুজোয় কলকাতা কার্যত ইনস্টলেশন নগরী হয়ে ওঠে। বাহারি প্যান্ডেলে রূপ বদলে যায় শহরের। এ বারেও তার ব্যতিক্রম হচ্ছে না। দিকে দিকে প্যান্ডেলে মানুষ ভিড় জমাতেও শুরু করে দিয়েছেন। সামাজিক দূরত্বের বালাই নেই।
-
করোনাকালে পুজোর ভিড়
একা ব্যতিক্রমী
কলকাতার অন্যতম পুরনো পুজো সন্তোষ মিত্র স্কোয়্যার। প্রতিদিন এক লাখ দর্শনার্থী ভিড় জমান তাদের প্যান্ডেলে। এ বছর কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, পুজো হবে কিন্তু দর্শক ঢুকতে দেওয়া হবে না। অনলাইনে দেখা যাবে পুজো এবং মণ্ডপ।
-
করোনাকালে পুজোর ভিড়
কী বলছে প্রশাসন
পুজোর আগে বেশ কিছু সতর্কবার্তা জারি করেছিল প্রশাসন। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, যে ভাবে ঢালাও প্যান্ডেল তৈরির অনুমতি দেওয়া হয়েছে, তাতে সতর্কবার্তা কেউ মানবেন না। ইতিমধ্যেই তা টের পাওয়া যাচ্ছে।
-
করোনাকালে পুজোর ভিড়
করোনার প্রকোপ
রাস্তায় ভিড় যত বাড়ছে, কলকাতায় করোনার প্রকোপও ততই বাড়ছে। হাজারেরও বেশি মানুষ প্রতিদিন সংক্রমিত হচ্ছেন। তবু মানুষের ফূর্তির শেষ নেই।
লেখক: স্যমন্তক ঘোষ