করাচি বিমানবন্দরের সামনে বিস্ফোরণ, মৃত দুই
৭ অক্টোবর ২০২৪স্থানীয় মিডিয়া জানিয়েছে, রোববার রাতে করাচি বিমানবন্দরের সামনে এই বিস্ফোরণ হয়। পাকিস্তানের সংবাদপত্র ডন ও টিভি চ্যানেল জিও নিউস কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ জন।
চীন জানিয়েছে, জঙ্গি হামলায় তাদের দুই নাগরিকের মৃত্যু
পাকিস্তানে চীনের দূতাবাসের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে চীনের দুই নাগরিকের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছেন। তাছাড়াও স্থানীয় কিছু মানুষ হতাহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়েছে, পোর্ট কাসিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানির একটি কনভয় চীনের কর্মীদের নিয়ে যাচ্ছিল। তখন সেখানে সন্ত্রাসী হামলা হয়। এটা হয় স্থানীয় সময় রাত এগারোটার সময়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তাসংস্থা এপি-কে জানান, চীনের নাগরিকদের লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে।
পাকিস্তানে চীনের কয়েক হাজার কর্মী আছেন। তারা চীনের বহুঘোষিত ও বহু অর্থব্যয়ে নির্মিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত, যার উদ্দেশ্য হলো সড়কপথে দক্ষিণ ও মধ্য এশিয়াকে চীনের সঙ্গে যুক্ত করা।
বিভ্রান্তি রয়েছে
কীভাবে এই বিস্ফোরণ হয়েছে, তানিয়ে বিভ্রান্তি রয়েছে বলে সংবাদপত্র ডন জানিয়েছে। তাদের রিপোর্ট বলছে, এই বিস্ফোরণ নিয়ে পরষ্পরবিরোধী মত রয়েছে। কিছু কর্মকর্তা বলছেন, এটা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস(আইইডি)। আবার কেউ বলছেন, একটি তেলের ট্যাংকারের সঙ্গে একটা গাড়ির ধাক্কা লাগে, তারপর এই বিস্ফোরণ হয়।
বিস্ফোরণস্থলের ফুটেজ থেকে দেখা গেছে, প্রচুর গাড়িতে আগুন লেগে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, বম্ব ডিসপোসাল স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে।
আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া উল হাসান জিও নিউজকে বলেছেন, এটা বিদেশি নাগরিকের বিরুদ্ধে আক্রমণের ঘটনা। তার সন্দেহ আইইডি-র সাহায্যে এই বিস্ফেোরণ ঘটানো হয়েছে।
জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, চারটি গাড়ি ধ্বংস হয়েছে। ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিচ্ছিন্নতাবাদী বিএলএ দায় স্বীকার করেছে, রিপোর্ট
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি(বিএলএ) বিবৃতি দিয়ে এই আক্রমণের দায় স্বীকার করেছে।
বিএলএ আফগানিস্তানের সীমান্তে থাকা বেলুচিস্তানের স্বাধীনতা চায়।
গত অগাস্টে বিএলএ বালুচিস্তানেএকাধিক আক্রমণ করেছিল, তার জেরে ৭০ জন মারা গেছিলেন।
কয়েক কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ
স্থানীয় মিডিয়া জানিয়েছে, করাচির বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
ভিডিওতে দেখা গেছে, গাড়িতে আগুন জ্বলছে, ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠছে।
পুলিশ সার্জেন সুমায়া তারিক বলেছেন, একজন আহতের অবস্থা সংকটজনক। চারজন নিরাপত্তা রক্ষীর আঘাত গুরুতর।
অসামরিক পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র ডনকে বলেছেন, বিমানবন্দরের রাস্তায় বিস্ফোরণ হয়েছে। তাতে বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি।
জিএইচ/এসজি(এপি, রয়টার্স)