dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
অপরাধের কারণে কুখ্যাত করাচির লিয়ারি এলাকা৷ স্বাধীনভাবে মেয়েদের বেড়ে ওঠার পথেও সেখানে রয়েছে অনেক সামাজিক বাধা৷ কিন্তু এই পরিবেশেও আত্মবিশ্বাসী একদল কিশোরী৷ তারা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে, এমনকি শিখছে বক্সিংও৷