ভারতে এখনো ওমিক্রন প্রবলভাবে ছড়ায়নি। সারা দেশে ২১৩ জন ওমিক্রনে আক্রান্ত। তার মধ্যে দিল্লি ও মুম্বইতে শতাধিক আক্রান্ত। এছাড়া তেলেঙ্গানা, রাজস্থান, গুজরাট, কর্ণাটক, কেরালাতেও ওমিক্রন ছড়িয়েছে। এই অবস্থায় কোনো ঝুঁকি নিতে চায় না কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিটি রাজ্য সরকারকে চিঠি লিখে জানিয়েছে, তারা যেন ওয়ার রুম খোলে। হাসপাতালে ৪০ শতাংশ বেডে করোনা আক্রান্ত রোগী থাকলেই সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। রাতে কার্ফিউ চালু করা হয়। কনটেনমেন্ট জোনগুলিকে চিহ্নিত করা হয়।
চিঠিতে বলা হয়েছে, ওমিক্রন ছাড়াও ডেল্টা ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছেন। তাই সব তথ্য নিরন্তর বিশ্লেষণ করা দরকার। ভবিষ্যতের দিকে তাকিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার। আগে থেকেই কড়াকড়ি চালু করা উচিত।
কেন্দ্রের পরামর্শ, রাজ্যগুলি যেন বাড়ি বাড়ি ঘুরে করোনায় আক্রান্তদের খবর নেয় এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন, তাদের খুঁজে বের করে ও নজর রাখে। সেই সঙ্গে করোনা পরীক্ষার সংখ্যাও অনেকটাই বাড়াতে হবে। আর বাড়াতে হবে টীকাকরণের হার।
-
ওমিক্রনের প্রভাব
বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা
ওমিক্রন ঠেকাতে রোববার মাঝরাত থেকে ইসরায়েলে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হয়েছে৷ মঙ্গলবার থেকে একই সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে জাপান৷ দেশটিতে এখনও ওমিক্রনে আক্রান্ত কাউকে পাওয়া না গেলেও এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা৷ এজন্য সমালোচনা শুনতেও রাজি আছেন বলে জানান তিনি৷ কতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে তা অবশ্য জানাননি তিনি৷
-
ওমিক্রনের প্রভাব
এখন পর্যন্ত যেসব দেশে পাওয়া গেছে
ওমিক্রন সংক্রমণের কথা প্রথম জানায় সাউথ আফ্রিকা৷ এরপর থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, ব্রিটেন, ক্যানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইটালি, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডে ওমিক্রন পাওয়া গেছে৷
-
ওমিক্রনের প্রভাব
পর্তুগালেও?
পর্তুগালের শীর্ষ ফুটবল লিগে খেলা ক্লাব বেলিনেজিস লিসাবনের ১৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন৷ সেগুলো ওমিক্রন সংস্করণের হতে পারে বলে সোমবার দেশটির স্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে৷ তারা বলছে ক্লাবটির একজন খেলোয়াড় সম্প্রতি সাউথ আফ্রিকা সফর করেছেন৷
-
ওমিক্রনের প্রভাব
ঝুঁকি ‘অনেক বেশি’
ওমিক্রনে আক্রান্ত হয়ে এখনও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি৷ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার ওমিক্রনের বৈশ্বিক ঝুঁকি ‘অনেক বেশি’ বলে জানিয়েছে৷ অবশ্য করোনার এই নতুন সংস্করণ ভবিষ্যতে ঠিক কতটা প্রভাব ফেলবে সে সম্পর্কে বিজ্ঞানীরা এখনও বেশি কিছু জানেন না বলেও মনে করছে ডাব্লিুএইচও৷ এর আগে ওমিক্রন সংস্করণকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছিল সংস্থাটি৷
-
ওমিক্রনের প্রভাব
মালয়েশিয়া-সিঙ্গাপুর সীমান্ত খুললো
করোনার কারণে দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর সোমবার থেকে মালয়েশিয়া-সিঙ্গাপুর সীমান্তের জোহর-সিঙ্গাপুর কজওয়ে ব্রিজ খুলে দেয়া হয়েছে৷ ওমিক্রনের কারণে সেটা আবারও শিগগিরই বন্ধ করতে হবে না, বলে আশা প্রকাশ করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়ান লং৷ ছবিতে ব্রিজ দিয়ে একটি বাস চলতে দেখা যাচ্ছে৷
-
ওমিক্রনের প্রভাব
অস্ট্রেলিয়ায় সীমান্ত খোলার পরিকল্পনা স্থগিত
বুধবার থেকে দক্ষ জনশক্তি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সীমান্ত খোলার পরিকল্পনা করেছিল অস্ট্রেলিয়া৷ কিন্তু ওমিক্রনের কারণে সোমবার সেই পরিকল্পনা দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন৷ অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত পাঁচজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন৷
গত ২৪ ঘণ্টায় ভারতে ছয় হাজার ৩১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেরালায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৪৮ জন এবং মহারাষ্ট্রে ৮২৫ জন। দেশজুড়ে ৩১৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এই নিয়ে পরপর ২৬ দিন করোনা আক্রান্তের সংখ্যা দশ হাজারের নীচে থাকলো।
জিএইচ/এসজি (পিটিআই, এনডিটিভি)