সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন। মঙ্গলবার জার্মানির নতুন চ্যান্সেলর ওলফ শলৎস স্পষ্ট করে দিলেন, নেদারল্যান্ডসের মতো লকডাউন না হলেও, কড়া বিধি চালু হবে জার্মানিতে। ভ্যাকসিন নেয়া থাকলে বা করোনা থেকে সেরে উঠলেও ছাড় পাওয়া যাবে না। মানতে হবে করোনাবিধি।
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
জার্মানি
সাউথ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের মোট আটটি দেশ থেকে শুধু জার্মান নাগরিক ও জার্মানিতে বাস করার অনুমতি আছে এমন ব্যক্তিরা বর্তমানে জার্মানিতে ঢুকতে পারছেন৷ এসব দেশ থেকে আসা ব্যক্তিদের ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হচ্ছে৷ গত সপ্তাহ থেকে এই নিয়ম চালু হয়েছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
যুক্তরাজ্য
সাময়িকভাবে স্থগিত রাখার পর সাউথ আফ্রিকার সঙ্গে আবারও বিমান যোগাযোগ চালু করেছে দেশটি৷ তবে ঐ দেশ ও তার প্রতিবেশী কয়েকটি দেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া ব্যক্তিদের নিজ খরচে হোটেলে ১০ দিন বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হচ্ছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
সুইজারল্যান্ড
সাউথ আফ্রিকাসহ কয়েকটি দেশের সঙ্গে বিমান যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে৷ এছাড়া আফ্রিকার দক্ষিণাঞ্চলসহ হংকং, ইসরায়েল, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মিশর, মালাউয়ি ও অন্যান্য দেশ থেকে যাওয়া ব্যক্তিদের করোনা টেস্ট রেজাল্ট দেখাতে হচ্ছে৷ সঙ্গে ১০ দিন কোয়ারান্টিনেও থাকতে হচ্ছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র
বিশ্বের যে-কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার পর যাত্রীদের করোনা টেস্ট দেখাতে হবে৷ এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরুর একদিনের মধ্যে করোনা পরীক্ষা করতে হবে৷ আগে তিনদিনের মধ্যে পরীক্ষা করার নিয়ম চালু ছিল৷ এছাড়া যুক্তরাষ্ট্রের পৌঁছার তিন থেকে পাঁচ দিনের মধ্যে আবারও একটি পরীক্ষা করাতে হবে কিনা সে বিষয়ে চিন্তাভাবনা চলছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
ক্যানাডা
জার্মানির মতোই ক্যানাডা সাউথ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশ থেকে শুধু ক্যানাডার নাগরিক ও সে দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে এমন ব্যক্তিদের সে দেশে ঢুকতে দিচ্ছে৷ তবে তাদের করোনা পরীক্ষা ও কোয়ারান্টিনের নিয়ম মানতে হচ্ছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
ইসরায়েল
বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েল সব বিদেশিদের জন্য সে দেশে ঢোকা নিষিদ্ধ করেছে৷ এছাড়া অসুস্থ ব্যক্তিদের মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেয়ার বিতর্কিত ব্যবস্থা আবারও চালু করা হয়েছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
জাপান
ইসরায়েলের পর দ্বিতীয় দেশ হিসেবে জাপান সব বিদেশি নাগরিকদের সে দেশে ঢোকা নিষিদ্ধ করেছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
ফিলিপাইন্স
পর্যটননির্ভর দেশটি টিকাপ্রাপ্ত পর্যটকদের জন্য সে দেশে প্রবেশ সহজ করার পরিকল্পনা করেছিল৷ কিন্তু ওমিক্রনের কারণে সেই পরিকল্পনা স্থগিত রাখার চিন্তাভাবনা করা হচ্ছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
অস্ট্রেলিয়া
দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর বুধবার থেকে বিদেশি শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিদের অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল৷ কিন্তু ওমিক্রনের কারণে সেটা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
আফ্রিকা
অ্যাঙ্গোলা, মিশর, মরিশাস, রুয়ান্ডাসহ আফ্রিকার কয়েকটি দেশও সাউথ আফ্রিকা ও তার কয়েকটি প্রতিবেশী দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে৷
নতুন বিধি
জার্মান প্রশাসন জানিয়েছে, দশ জনের বেশি এক জায়গায় জমায়েত করতে পারবেন না। যারা এক জায়গায় হবেন, তাদের সকলের অন্তত দুইটি টিকার ডোজ থাকতে হবে। অথবা প্রমাণ করতে হবে যে তিনি সদ্য করোনা থেকে সেরে উঠেছেন। ভ্যাকসিন না থাকলে এক জায়গায় দুইজনের বেশি থাকতে পারবেন না। পরিবার ছাড়া অন্য কারো সঙ্গেটিকাহীন ব্যক্তি দেখা করতে পারবেন না।
খেলার জন্য স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম খোলা থাকবে, কিন্তু সেখানে দর্শক থাকতে পারবে না। খসড়া প্রস্তাবে কম দর্শকের কথা বলা হয়েছিল। বন্ধ থাকবে সমস্ত ক্লাব। বন্ধ থাকবে বর্ষবরণের পার্টি।
চ্যান্সেলর জানিয়েছেন, 'যত দ্রুত করোনা থেকে মুক্তি পাওয়ার কথা আমরা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি সময় লাগছে। সকলকে সহযোগিতা করতে হবে।' ক্রিসমাসে ছাড় দিলেও নতুন বছরের আগেই এই নতুন বিধি চালু হবে বলে জানা গেছে। বস্তুত, ২৮ ডিসেম্বরের মধ্যে তা চালু হবে বলে প্রশাসনের সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে।
এসজি/জিএইচ (ডিপিএ, রয়টার্স)