dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
স্লোভাকিয়ার হাইব্রিড গাড়ি নির্মাতা ক্লাইনভিশনের গাড়িকে আকাশে ওড়ার অনুমতি দিয়েছে দেশটির পরিবহণ সংস্থা৷ তবে বাণিজ্যিকভাবে কাজ শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সির অনুমোদন পেতে হবে৷
‘এয়ারকার' নামের হাইব্রিড বাহনটি রাস্তায় চলার পাশাপাশি আকাশেও উড়তে পারে৷ তিন মিনিটেরও কম সময়ে এটি রাস্তায় চলা গাড়ি থেকে আকাশে ওড়ার বাহনে পরিণত হতে পারে৷ শুধুমাত্র একটি বোতামে চাপ দিয়ে রূপান্তরের কাজটি শুরু করা যায়৷
আকাশে ওড়ার অনুমতি পেতে এয়ারকারকে পরীক্ষামূলকভাবে প্রায় ৭০ ঘণ্টা উড়তে হয়েছে৷ এই সময় ২০০ বারের বেশি টেকঅফ ও ল্যান্ডিং করেছে সেটি৷
আকাশে ওড়ার জন্য এয়ারকারের মাত্র ৩০০ মিটার রানওয়ে প্রয়োজন৷
ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে চলতে পারে এয়ারকার৷ যেতে পারে প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত৷
২০১৮ সালে ড্রোনের মতো দেখতে একটি ফ্লায়িং-ট্যাক্সির প্রোটোটাইপ প্রদর্শন করেছিল উবার৷
জার্মানির ফ্লায়িং-ট্যাক্সি স্টার্টআপ ‘লিলিয়ুম' এখন পর্যন্ত ৩৭৫ মিলিয়ন ডলার বা তিন হাজার ২২৪ কোটি টাকা বিনিয়োগ আকৃষ্ট করেছে৷
রিচার্ড কনোর/জেডএইচ