1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এস আলমের গ্রুপের কাছে দুদক নস্যি’

১০ মে ২০২৪

‘‘দুদক একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান৷ দুদকের দাঁত নাই, দুদকের কখনো দাঁত উঠবে কিনা তা কেউ জানে না’’ বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন৷

https://p.dw.com/p/4fjCx
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে অতিথি হিসেবে আছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এবং বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন৷
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোয়ের একটি দৃশ্যছবি: DW

নয়টি ব্যাংক কেন এস আলম গ্রুপের জন্য দেওলিয়া হয়েছে ও সে বিষয়ে দুদক কী ভূমিকা পালন করেছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এস আলমের কাছে দুদক নস্যি৷ দুদকের সেই সাহস আছে?''

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশোতে দুর্নীতি দমন কমিশন, লাগামহীন দুর্নীতি ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়ে আলোচনা করতে অতিথি হিসেবে ছিলেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এবং বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন৷ 

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ এর বিরুদ্ধে দুদকের নিষ্ক্রিয় থাকার সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘‘দুদক সবসময় সরকারের সঙ্গে হাঁটে৷ সরকার যা বলে দুদক তাই করে৷''

একই বিষয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘‘পদে থাকা অবস্থায় কখনো কারও দুর্নীতির তথ্য প্রকাশিত হয় না সাধারণত৷''

আইনজীবী খুরশীদ আলম খানের কাছে সঞ্চালক খালেদ মুহিউদ্দীন সম্প্রতি বাংলাদেশে ‘দুর্বল' ব্যাংকগুলোর বড় ব্যাংকের সঙ্গে একীভূত হওয়া ও ব্যাংকগুলো ঠিক কী কারণে দুর্বল হয়েছে প্রশ্ন করলে তিনি বলেন, ‘‘এটা অবশ্যই মানব সৃষ্ট৷ অর্থ পাচারের কারণে এই সংকট তৈরি হয়েছে৷''

তবে সেগুলো মানব সৃষ্ট 'ভুল' নাকি 'অপরাধ' এর জবাবে তিনি বলেন, ‘‘এটা ভুল না, তবে অপরাধ আমি এখনই বলতে পারবো না৷''

বহুল আলোচিত ফারমার্স ব্যাংক এর দুর্নীতির মামলায় সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে দুর্নীতির কোন প্রমাণ পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান৷

অপরদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মনে করছেন, দুদককে ব্যবহার করে সরকার বিরোধীদলীয় নেতাকর্মী ও দেশের জনগণকে হেনস্তা করছে৷ তিনি বলেন, ‘‘দুদকের বর্তমান অবস্থান সাধারণ মানুষ ও রাজনীতিবিদদের হেনস্তা করার একটি মাধ্যম৷''

তবে দুদকের কার্যক্রম ও সক্ষমতার প্রশ্নে খুরশীদ আলম  বলেন, ‘‘দুদকের পক্ষে একা দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব না৷ সেজন্য প্রয়োজন সরকারের পলিসি পরিবর্তন৷ গভর্নমেন্ট এর পলিসি ডিসিশন না থাকলে দুদকের একার পক্ষে দুর্নীতি দূর করা সম্ভব না৷''

এসএইচ/এআই