dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
এর্দোয়ানের কট্টর সমালোচক ও বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির নেত্রী জানান কাফটানজিওলুর পাঁচ বছরের কারাদণ্ড। প্রতিবাদে রাস্তায় নামলেন তার সমর্থকরা।
জানানের বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক মাধ্যমে এর্দোয়ানকে অপমান করেছেন। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত টুইটারে বিভিন্ন টুইটের মাধ্যমে এর্দোয়ান ও রাষ্ট্রকে জানান অপমান করেছেন বলে অভিযোগ। তার শাস্তি ঘোষণার পরই হাজার হাজার মানুষ ইস্তাম্বুলের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান।
জানান হচ্ছেন রিপাবলিকান পিপলস পার্টির(সিপিএইচ) ইস্তাম্বুল শাখার প্রধান এবং এর্দোয়ানের অন্যতম বড় সমালোচক।
২০১৯ সালে ইস্তাম্বুলে পুরসভা নির্বাচনে এর্দোয়ানের দলের ২৫ বছরের শাসন শেষ করে সিপিএইচ ক্ষমতায় আসে। তার পিছনে জানানের অবদান ছিল সবচেয়ে বেশি।
সমালোচকরা মনে করছেন, আগামী বছরে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিরোধী নেতাদের বিরুদ্ধে সরকারি অভিযান চলবে। সিপিএইচ নেত্রীর পাঁচ বছরের কারাদণ্ড তারই একটা অঙ্গ।
জানানের সমর্থনে রাস্তায় নেমে বিক্ষোভকারীরা স্লোগান দেয়, 'অধিকার, আইন, ন্যায়'।
জিএইচ/এসজি (ডিপিএ, রয়টার্স)