1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এরলাঙ্গেন-নুরেমব্যার্গ বিশ্ববিদ্যালয়

৬ এপ্রিল ২০১০

জার্মানির বৃহত্তম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এরলাঙ্গেন-নুরেমব্যার্গ বিশ্ববিদ্যালয় অন্যতম৷ গবেষণা এবং উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সাফল্যের পরিচয় রেখে চলেছে৷

https://p.dw.com/p/MnoN
ছবি: AP

এরলাঙ্গেন-নুরেমব্যার্গ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নাম ফ্রিডরিশ আলেকজান্ডার ইউনিভার্সিটি অফ এরলাঙ্গেন নুরেমব্যার্গ৷ এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে সবমিলে ২৬ হাজার ছাত্র-ছাত্রী৷ আছে বারশো স্টাফ, সাড়ে পাঁচশো অধ্যাপক, ২৪ টি ক্লিনিক সহ বহু গবেষণা প্রতিষ্ঠান৷ বিশ্ববিদ্যালয়ের রয়েছে ৫টি অনুষদ এবং এই অনুষদগুলোর অধীনে ২২ টি বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে এরলাঙ্গেন-নুরেমব্যার্গ ইউনিভার্সিটি৷ এসব বিষয় নিয়ে উচ্চ শিক্ষা, মাস্টার্স, পি এইচ ডি এবং পোস্ট ডক্টরেট করা যায়৷

সারা বিশ্বে ছড়িয়ে আছে নুরেমব্যার্গ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ সহযোগী বিশ্ববিদ্যালয়৷ এসব বিশ্ববিদ্যালয় ৬২টি বিভিন্ন দেশে অবস্থিত৷ গবেষণার জন্য রয়েছে আরও ১৩০টি সহযোগী সংস্থা৷ বলা প্রয়োজন, অন্যান্য দেশ থেকে প্রতিনিয়ত আমন্ত্রিত অধ্যাপকরা আসছেন নুরেমব্যার্গ বিশ্ববিদ্যালয়ে৷ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের ঠিকানা:

www.uni-erlangen.org/university

প্রতিবেদক: মারিনা জোয়ারদার

সম্পাদক: আবদুল্লাহ আল-ফারূক