1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার মার্কিন কূটনীতির গোপন ঝাঁপি খুলে দিল উইকিলিক্স

২৯ নভেম্বর ২০১০

আবারো আলোচনায় উইকিলিক্স৷ আফগানিস্তান, ইরাক যুদ্ধের গোপন দলিলের পর এবার বিষয় মার্কিন কূটনীতি৷ কয়েক হাজার গোপন বার্তা রবিবার প্রকাশ করেছে উইকিলিক্স৷ সপ্তাহ ধরে প্রকাশ পাবে আরো লাখো বার্তা৷

https://p.dw.com/p/QKa8
উইকিলিক্স এর লোগোছবি: AP

মার্কিন গোপন বার্তা

ইরানের পরমাণু আলোচনা থেকে শুরু করে পাকিস্তানে পারমাণবিক আধারের নিরাপত্তা সম্পর্কে মার্কিন মূল্যায়ন, সবই প্রকাশ পেয়েছে এবার৷ মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের দেওয়া তথ্য অনুযায়ী, গুগল হ্যাক করার চীনা উদ্যোগ, গুয়ান্তানামো বন্দিদের অন্য দেশে হস্তান্তরে চাপাচাপি, আফগানিস্তানে দুর্নীতি, ইরানে আক্রমণের জন্য সৌদি চাপসহ নানা বিষয়ের মার্কিন গোপন বার্তা ফাঁস করেছে উইকিলিক্স৷ এককথায় বলতে গেলে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের ২৭০ টি মার্কিন দূতাবাসের মধ্যকার গোপন বার্তা প্রকাশ হয়েছে এবার৷

বিশ্ব নেতাদের সম্পর্কে মার্কিন মূল্যায়ন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন জাতিসংঘ কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরির নির্দেশ দিয়েছিলেন৷ এরকম এক প্রমাণ পাওয়া গেছে এবার৷ তাছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিন কিংবা জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মতো শীর্ষ নেতাদের সম্পর্কে মার্কিন কূটনীতিকদের নানা বিরূপ মন্তব্যও ছড়িয়ে পড়েছে বাজারে৷

Julian Assange Wikileaks Flash-Galerie
উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জছবি: picture alliance/dpa

ইসরায়েলের গোপন কথা

দিন কয়েক আগেই জানা গিয়েছিল, প্রকাশিতব্য গোপন বার্তায় তেল আভিভে অবস্থিত মার্কিন দূতাবাসের নানা খবর রয়েছে৷ জার্মান সংবাদসংস্থা ডিপিএ জানাচ্ছে, ২০০৮ সালের শেষের দিকে গাজায় হামাসের বিরুদ্ধে আক্রমণের সময় মিশর এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে ইসরায়েল৷ ইসরায়েল চেয়েছিল হামাসকে পরাস্ত করার পর গাজার ক্ষমতা ফাতাহ কিংবা মিশরের হাতে তুলে দিতে৷ কিন্তু উভয়পক্ষই এবিষয়ে নেতিবাচক সাড়া দেয়৷

যেভাবে ফাঁস

কে এই তথ্য ফাঁস করেছে তা জানায়নি উইকিলিক্স৷ তাছাড়া সাইটটিতে এসব গোপন বার্তা প্রকাশের সময় সাইবার হামলা হয়৷ কিন্তু উইকিলিক্স আগেই এসব গোপন তথ্য কমপক্ষে পাঁচটি সংবাদসংস্থাকে পাঠিয়ে দেয়৷ তারাই প্রকাশের কাজটি করেছে৷

উল্লেখ্য, হোয়াইট হাউস উইকিলিক্সের এই বার্তা প্রকাশকে বিপজ্জনক আখ্যা দিয়েছে৷ এরফলে অনেক কূটনীতিকের জীবন ঝুঁকিতে পড়বে বলেও দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান