1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্যানোরামাস্পেন

এবার থ্রিডি প্রিন্টার দিয়ে ধাতুর যন্ত্রাংশ তৈরি

১৬ সেপ্টেম্বর ২০২৪

লেদ মেশিন দিয়ে বিমানের ইঞ্জিন তৈরির কাজটি খুব পরিশ্রমের৷ ভবিষ্যতে থ্রিডি প্রিন্টার দিয়ে সহজেই এসব তৈরি সম্ভব হতে পারে৷

https://p.dw.com/p/4kh7z
থ্রিডি প্রিন্টারে তৈরি যন্ত্রাংশ
জাহাজের প্রোপেলার থেকে শুরু করে অনেক যন্ত্রাংশই এখন থ্রিডি প্রিন্টারে প্রিন্ট করা সম্ভব হচ্ছেছবি: Molistudio

স্পেনের এক কোম্পানি এমন থ্রিডি প্রিন্টার বানিয়েছে, যেটি দিয়ে শিল্প কারখানায় ব্যবহৃত যন্ত্রাংশ তৈরি সম্ভব হচ্ছে৷

এই পদ্ধতিতে ধাতুর অপচয় হয় না, কারণ, লেজার টেকনোলজির সাহায্যে প্রতিনিয়ত ধাতুর নতুন স্তর যোগ করে যন্ত্রাংশ তৈরি হয়৷

এমন প্রিন্টারের পরিকল্পনা করেছিলেন লুকাস হোপে৷ মেলটিও কোম্পানির এই কর্মকর্তা বলেন, ‘‘আমরা স্বয়ংক্রিয় একটি মেশিন বানাতে চেয়েছি যেটা খুব সহজে ব্যবহার করা যাবে৷ সে কারণে আমরা নিজেদের ইন্টারফেস বানিয়েছি৷ আপনাকে এখানে যা করতে হয়, শুধু উপকরণগুলো দিতে হয়৷ আপনি যেখানে চান সেখানে উপকরণ দেওয়ার পর যা করতে হবে, সেটা হচ্ছে দরজাটা বন্ধ করা৷ এরপর প্রিন্টিং শুরু হবে৷''

এখন পর্যন্ত ৩০০-র বেশি প্রিন্টার বিক্রি করেছে মেলটিও কোম্পানি৷ একেকটির দাম প্রায় দুই লাখ ইউরো৷

জটিল সব কাজ করার মতো দক্ষ লোক অনেক কোম্পানির থাকে না৷ হোপে বলেন, ‘‘আমাদের অনেক ক্রেতা বিশেষায়িত কাজ করার মতো লোকবল খুঁজে পাচ্ছে না৷ কারণ, এমন লোক আর নেই৷''

আজকাল ক্রেতারা নিজস্ব যন্ত্রাংশ তৈরি করতে চায়৷ এক্ষেত্রে সমাধান হলো প্রিন্টিং৷

তবে এতে সময় লাগে৷ একটি যন্ত্রাংশ তৈরি করতে সর্বোচ্চ ২০ ঘণ্টা লাগে৷ অবশ্য এই প্রিন্টার দিয়ে এখন পর্যন্ত সব ধাতু ও আকারের যন্ত্রাংশ তৈরি সম্ভব নয়৷

কারখানার যন্ত্রাংশ তৈরি করছে থ্রিডি প্রিন্টার

স্পেনের আন্দালুসিয়ার সাবেক খনি শহর লিনারেসে মেলটিও কোম্পানিটি অবস্থিত৷

এমন জায়গা বেছে নেওয়ার কারণ, সেখানে আগে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি নিয়ে কাজ করা একটি কোম্পানি ছিল৷ সে কারণে মার্কেটিংয়ের মতো বিষয়ে তাদের সুবিধা হয়েছে৷

কোম্পানিটি বলছে, ঐ এলাকায় বেকারত্বের হার প্রায় ৩০ শতাংশ হওয়ায় নতুন কর্মী খুঁজে পাওয়া সহজ৷

হোপে বলেন, ‘‘শুরুতে আমরা খুব ছোট টিম ছিলাম৷ এখন আমরা ১০০ জনের দল৷ এছাড়া প্রতি সপ্তাহেই নতুন কর্মী যোগ দিচ্ছেন৷''

প্রিন্টার দিয়ে যা তৈরি করা যায় তা হচ্ছে: জাহাজের প্রোপেলার, কেমিকেল ও খাদ্য শিল্পে ব্যবহৃত ইনজেকশন নজল, গ্যাস ও তরলের পাইপ ইত্যাদি৷

থ্রিডি প্রিন্টার দিয়ে প্রিন্টিংয়ের পাশাপাশি মসৃণ করার কাজও করা যায়৷ যন্ত্রাংশটি দেখতে উজ্জ্বল ও কাচের মতো সমতল না হওয়া পর্যন্ত কাজ করা যায়৷

কোম্পানিটি এখন লাভে আছে, কিন্তু লাভের অংশ বিনিয়োগকারীদের না দিয়ে পুনরায় বিনিয়োগ করা হচ্ছে৷ হোপে বলেন, ‘‘আমাদের লক্ষ্য, সবার কাছে উদাহরণ হয়ে ওঠা৷ বিশ্বকে দেখিয়ে দিতে চাই, এভাবেও যন্ত্রাংশ তৈরি সম্ভব৷ সেজন্য আমাদের আরও বড় হতে হবে৷''

ক্রিস্টিয়ান প্রিসিলিয়ুস/জেডএইচ