1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার কুকুর খাবে আইসক্রিম

২৬ জুলাই ২০১০

মনিব মহানন্দে আইসক্রিম খাবে আর তার পোষা কুকুরটি শুধু চেয়ে থাকবে, তাই কী হয় ? সেটা যেন আর না হয় সেজন্যই বের করা হয়েছে কুকুরের জন্য বিশ্বের প্রথম আইসক্রিম৷

https://p.dw.com/p/OUkE
বোধ হয় আইসক্রিম ভালোই পছন্দ করেছে সারমেয় গোষ্ঠীছবি: picture-alliance/ dpa

সম্প্রতি লন্ডনের রিজেন্টস পার্কে আয়োজিত পোষা প্রাণীদের এক পার্টিতে এই আইসক্রিমের ভ্যান খুলে দেওয়া হয়৷

কুকুরের খেতে ভাল লাগবে এমন বিভিন্ন স্বাদের আইসক্রিম পরিবেশন করা হয় ভ্যানে৷ যেমন ডগ বিস্কিট মেশানো ভ্যানিলা আইসক্রিম৷

পেট পার্টি অর্থাৎ পোষা প্রাণীদের নিয়ে এই পার্টির আয়োজক স্যালি বেজান্ট বলেন, ‘বেশ গরম পড়েছে৷ আমাদের মনে হয়েছে, অন্য সবার মতো কুকুরদেরও ঠান্ডা কিছু চাই৷' তিনি আরও বলেন, কুকুরদের এ আইসক্রিম মজাদার ও নিরাপদ করার জন্য কাজ করেছেন পুষ্টিবিদদের একটি দল৷ যথারীতি বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তারা এই আইসক্রিম বের করেছেন৷ এবং তা বেশ কতগুলো কুকুরকে খাইয়ে পরীক্ষা করা হয়৷ তবে এই বিশেষ আইসক্রিম মানুষ খেলেও কোন অসুবিধা হবেনা বলে জানানো হয়েছে৷

বার্তা সংস্থা রয়টারকে আয়োজক স্যালি বেজান্ট বলেন, ‘এটা মানুষের জন্য নিরাপদ৷ আমি নিজেও খেয়ে দেখেছি৷ তবে এই ডগি আইসক্রিমের স্বাদ একটু অন্যরকম৷'

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক