আসরে চ্যাম্পিয়ন হয় একটি মাত্র দল৷ সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জোটে একজনের ভাগ্যে৷ কিন্তু ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসরে এর বাইরেও তো স্মরণীয় অনেক কিছু থাকে৷ সেরকম বিষয়গুলো নিয়েই এই ছবিঘর৷
এসিবি/ডিজি (ফিফা ডটকম)
আইনি নোটিশ | তথ্য সুরক্ষা | আইনি বিজ্ঞপ্তি | যোগাযোগ | মোবাইল সংস্করণ