dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
প্রায় নয় বছর আগে বাংলাদেশের ঝালকাঠি জেলার রাজাপুরের প্রত্যন্ত গ্রামে র্যাবের গুলিতে একটি পা হারিয়েছিলেন মো. লিমন হোসেন৷ সেই লিমন এখন গণ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক৷ কৃত্রিম পা নিয়ে সে লড়ে যাচ্ছেন৷ কিন্তু রাষ্ট্রের কাছ থেকে কি ন্যায়বিচার পেয়েছেন?