1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক শ্রমিকের সংগ্রাম ও প্রাপ্তি

আশীষ চক্রবর্ত্তী
২০ এপ্রিল ২০১৬

এখন ৫০ হলে ৩৫ বছর আগে রামরতিনের বয়স ছিল ১৫৷ তখন থেকেই তিনি চা শ্রমিক৷ সে আমলে সারাদিন কাজ করে পেতেন সাত টাকা৷ ডয়চে ভেলেকে দেয়া এই সাক্ষাৎকারেই জেনে নিন ৩৫ বছরে কতটা বদলেছে চা শ্রমিকদের জীবন৷

https://p.dw.com/p/1IXeY
Indien Teeindustrie Bangladesch
ছবি: Khukon Thaunaujam

ডয়চে ভেলে: কোন চা বাগানে কাজ করেন?

রামরতিন: পাত্রখলা চা বাগান৷

কত বছর ধরে কাজ করেন?

আমি তো বহুত দিন হইল কাজ করতে আছি৷

কত বছর হবে?

৩০-৩৫ বচ্ছর হই যাইবো৷

বাংলাদেশের চা বাগান
ছবি: Khukon Thaunaujam

যখন কাজ শুরু করেছিলেন তখন হাজিরা (মজুরি) কত ছিল?

তখন তো ছিল কি জানি ৭ টাকা৷

দিনে ৭ টাকা? আর এখন দিনে কত?

এখন তো ৮৫ ট্যাকা৷

পরিবারে কয়জন মানুষ?

পরিবারে আমরা এখন চারজন৷

কে কে?

একটা ছেলে, একটা মেয়ে আছে....

রামরতিনের সাক্ষাৎকার

একটা ছেলে, একটা মেয়ে, আপনি আর আপনার স্বামী- এই চারজন?

হ৷

বাগানে কে কে কাজ করে?

বাগানে খালি আমরা দুই বুড়া-বুড়ি কাজ করি৷

ছেলে-মেয়ের বয়স কত?

ছেলের ১৫ আর মেয়ের ১৭৷

ছেলে কি পড়াশোনা করে?

কিছুদিন লেখাপড়া করসে৷ ছেলেটা নাইন পর্যন্ত পড়সে৷

তারপর আর লেখাপড়া করেনি?

না৷

কেন? আর পড়াশোনা করে না কেন?

কিতা করবায়, অভাবে ছাড়ি দিসে, ট্যাকার লাগি....

ওদেরকে অন্য কোনো কাজ শেখান না ?

কিছু তো কাজ শিখসে না৷

ভবিষ্যতে ওরা বাগানেই কাজ করবে? নাকি অন্য কোনো কাজ করবে? ছেলে কী চায়?

এখন তো যনতন দিকে (যে কোনো জায়গায়) কাজ করে আর খাইতে আছে৷ কিছু সুযুগসুবিদা (সুযোগ-সুবিধা) দিলে তো হেরাও (তারাও) পারবো কাজ করতে৷

চা শ্রমিক
ছবি: Khukon Thaunaujam

আপনি সপ্তাহে কয়দিন কাজ করেন?

ছয় দিন৷

রেশন পান?

জ্বী, রেশন পাই৷

রেশনে কী কী পান?

চাউল দেয়৷

কয় কেজি চাউল পান?

কামলাপ্রতি সাড়ে তিন কেজি দেয়৷

সপ্তাহে সাড়ে তিন কেজি? মানে দু জন মিলে সপ্তাহে ৭ কেজি চাউল পান?

হ৷

চা শ্রমিকদের বাড়ি, গোয়াল ঘর
ছবি: Khukon Thaunaujam

আর কী পান রেশনে?

আর কিছু পাই না তো!

কষ্ট হয় চলতে?

কষ্ট হয়৷ তবু ছেলে-মেয়ে থোড়া কাজ করে কই থোড়া ভালো চলি আরকি৷ আর নায় (নাহলে) সরকারি কাজে তো আমরার বহুত কষ্ট হইতে আছে৷

ছেলে-মেয়ে কী কাজ করে?

আউটে (বাগানের বাইরে) কাজ করে৷ বাগানের কাজ নাই তো, বাগানের কাজ আছে আমরার দুইজনের৷

আউটে কী কাজ করে?

নেবুবাড়িয়ে (লেবু বাগানে), আনারসবাড়িয়ে (আনারস বাগানে) কাজ করে৷

আর মেয়ে?

মেয়েও যায় ওই কামে৷

বাড়ির সামনে এক চা শ্রমিক
ছবি: Khukon Thaunaujam

তাহলে তো পরিবারের চারজনকেই কাজ করতে হচ্ছে...

না করলে কষ্ট হইবো না? চালেরও দর আছে, আনাজপাতিরও (তরকারি) দর আছে৷

ছেলে বাগানের বাইরে কাজ করে দিনে কত পায়?

দিনে ১৫০ ট্যাকা দেয়৷

আর মেয়ে?

মেয়েরে ১০০ ট্যাকা দেয়৷

সপ্তাহে ছয়দিন কাজ পায়?

না, সব দিন পায় না৷

চা শ্রমিকের ঘর
ছবি: Khukon Thaunaujam

আপনারা কী বাগানে পার্মানেন্ট (স্থায়ী) হয়েছেন?

জ্বী৷

পার্মানেন্ট কাজে কী সুবিধা?

আর কী সুবিধা থাকবো?

হাজিরা মাত্র ৮৫ টাকা৷ হাজিরা কত হলে ভালো হয়?

কত ট্যাকা? কত কষ্টে ৮৫ ট্যাকা বাড়াইসে, বহুত কষ্টে ৮৫ ট্যাকা দিতে আছে...

পূজায় কি আপনারা বোনাস পান?

হ পাই৷ দুর্গা পূজায় ১১০০ ট্যাকা দিসে৷

আচ্ছা, বিকালে যখন চা পাতা তোলা শেষ করেন, তখন তো পাতা ওজন হয়, তাই না?

জ্বী৷

বাংলাদেশের কয়েকজন চা শ্রমিক
ছবি: Khukon Thaunaujam

ওজনের ওপরে কিছু পান?

সারাদিনে যদি ২৩ কেজি পাতা তুলতে পারি, তাইলে ৮৫ ট্যাকা দেয়৷ কম তুললে কেজিতে তিন ট্যাকা কম দেয়৷

কত বছর পর্যন্ত কাজ করতে দেয়?

আমরা এখন যতদিন পারমু ততদিন কাজ করমু৷

শরীরে যতদিন কুলায় ততদিন?

হ৷

রামরতিনের গল্প আপনার কেমন লাগলো? জানান নীচে, মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

প্রথম পাতায় যান