dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে আছে এক মান্দার গাছ৷ ফেব্রুয়ারি-মার্চে গাঢ় কমলা রঙের ফুলে ছেয়ে যায় সেটি৷ ফুলের মধু খেতে দিনভর গাছটিতে ভিড় করে নানা রঙের পাখি৷ একটি গাছে একসঙ্গে এত বেশি প্রজাতির পাখি অন্য কোথাও দেখা যায় না৷