1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক্সোস্কেলেটন দিয়ে কাজের অভিজ্ঞতা

২১ সেপ্টেম্বর ২০২১

জার্মানিতে এক্সোস্কেলেটনের ব্যবহার শুরু হয়েছে৷ যারা একবার এটা পরে কাজ করেছেন তারা বারবার এটা দিয়েই কাজ করতে চান৷ শরীর বাঁকানো, ভারী বস্তু তোলা কিংবা হাঁটু গেড়ে বসার সময় শরীরকে একটু স্বস্তি দিতে সহায়তা করে এক্সোস্কেলেটন৷

https://p.dw.com/p/40c2I
Spinale Muskelatrophie - Exoskelett
ছবি: PAU BARRENA/AFP/Getty Images

বায়োমেকানিক্স আন্দ্রেয়াস আর্গুবি-ভলেসেন এক্সোস্কেলেটনের কার্যকারিতা নিয়ে গবেষণা করছেন৷ এই এক্সোস্কেলেটন মাথার উপর অনেকক্ষণ ধরে ভারী ড্রিল মেশিন ধরে রাখার ক্লান্তি কমানোর কথা৷

পরীক্ষা শেষে তিনি বলেন, ‘‘আমরা দেখতে পাচ্ছি এই কাজ করতে পেশির যত নড়াচড়া দরকার এক্সোস্কেলেটন তার পরিমাণ কমাতে পারে৷ যেমন এখানে পেশির ক্লান্তি ৫০ থেকে ৬০ ভাগ কমেছে৷ অর্থাৎ একটা কাজ করতে যে শক্তি খরচ হয় তার পরিমাণ অর্ধেক কমে গেছে৷''

তবে গবেষকদের এটা নিশ্চিত করতে হচ্ছে যেন পেশির কাজ কিছুটা থাকে৷ আর্গুবি-ভলেসেন বলেন, ‘‘আমরা চাই না যন্ত্র সব কাজ করে দিক৷ আমরা চাই পেশিও কিছু কাজ করুক যেন আমরা শক্ত ও সামর্থ্যবান থাকতে পারি৷ তা না হলে স্ট্রেইন ইনজুরি ও মাস্কুলোস্কেলেটাল সমস্যায় পড়ার সম্ভাবনা থাকবে৷''

তিনি বলেন, ‘‘গবেষণাগারে পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের মাঠে নামতে হবে৷ আমরা সেটা করতেও চাই, কারণ, বাস্তবে এটা কর্মীদের জন্য কতটা লাভজনক বা আরামদায়ক হবে, তা আমরা জানতে চাই৷''

ইতিমধ্যে এক্সোস্কেলেটন ব্যবহার করে কাজ শুরু হয়েছে৷ পেইন্টার পাউল গ্রাডভল এক বছরের বেশি সময় ধরে প্যাসিভ এক্সোস্কেলেটন পরে কাজ করছেন৷ তার কোম্পানি কয়েকজনের জন্য এক্সোস্কেলেটনের ব্যবস্থা করেছে৷

পাউল বলেন, ‘‘এটার কারণে হাত ও ঘাড়ে বেশ আরাম লাগে৷'' তাই পরীক্ষা পর্যায় শেষ হওয়ার পর আমি আর এটা ফেরত দিতে চাইনি৷

এখন পর্যন্ত পাউলের কোম্পানি ছয়জনকে এক্সোস্কেলেটন দিয়েছে৷ সবাই বলছে, এটা দারুণ৷

টিমোথি ভিন/জেডএইচ