1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এই গরমে আনন্দ আনে ‘ফ্যান ছাড় ফ্যান ছাড়'!

১৪ মে ২০১৯

গ্রীষ্মের খরতাপে অতিষ্ঠ বাংলাদেশের জনজীবন৷ গরমের তোড়ে নাভিশ্বাস উঠেছে মানুষের৷ এমন পরিস্থিতিতে হিন্দি গান ‘দিলবার দিলবার'-এর আদলে তৈরি গানে গরম নিয়ে সৃষ্টি হয়েছে চরম হাস্যরস৷

https://p.dw.com/p/3IS4i
ছবি: Getty Images/AFP/STRINGER

হিন্দি সিনেমা ‘সত্যামেভ জয়তে'-র ‘দিলবার দিলবার' গানের আদলে তৈরি হয়েছে প্যারডি ‘ফ্যান ছাড়, ফ্যান ছাড়'৷ গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে৷

‘হ ভাই' নামে একটি ফেসবুক পাতা থেকে দুই সপ্তাহ আগে ভিডিওটি ছাড়া হয়৷ ইতোমধ্যে তা প্রায় তিন লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার বার৷

ভিডিওটির মন্তব্যের ঘরে বহুজনকে হাস্যরসাত্মক মন্তব্য করতে দেখা গেছে৷ পাশাপাশি গান নকলের সমালোচনাও করেছেন কেউ কেউ৷ আবার অনেকে মন্তব্যের ঘরে বন্ধুদের ট্যাগ করে ফ্যান ছাড়তেও বলেছেন৷

একজন মজা করে লিখেছেন, ‘‘অস্কার নমিনেটেড সং৷''

আবার বনি আমিন মণ্ডল নামে একজন লিখেছেন, ‘‘এটা দেখার পর আমার আর বেঁচে থাকার ইচ্ছাটাই মরে গেল৷''

‘‘মাঝে মাঝে মনে হয় উগান্ডায় চলে যাই৷ আমরা বাঙালি আর কিছু না পারলেও নকলে নাম্বার ওয়ান,'', লিখেছেন আপিল ইউ উদ্দিন নামে একজন৷

এমবি/এসিবি