1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এআই নিয়ে জাতিসংঘের বৈঠকে সিদ্ধান্ত

২২ মার্চ ২০২৪

জাতিসংঘের সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে যে এআই একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। এটি নিয়ে প্রথম পদক্ষেপ করা প্রয়োজন।

https://p.dw.com/p/4e088
ডাভোসে রাস্তার পাশে বোর্ডে এআই লেখা শোভা পাচ্ছে
জাতিসংঘের সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে যে এআই একটি গুরুত্বপূর্ণ আবিষ্কারছবি: DW

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সাধারণ সভায় এই প্রস্তাব প্রথম এনেছিল অ্যামেরিকা। বাকি ১২৩টি দেশ তা গ্রহণ করেছে। এর মধ্যে চীনও আছে। বস্তুত, অ্যামেরিকার সঙ্গে চীনও এই প্রস্তাব সামনে এনেছিল।

সাধারণ সভার বৈঠকে বলা হয়েছিল, এআই নিরাপদ এবং বিশ্বাসযোগ্য। এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বরং একে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে হবে। জাতিসংঘের প্রায় সব দেশ এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে। এআই নিয়ে এই প্রথম জাতিসংঘে কোনো সিদ্ধান্ত নেওয়া হলো।

বাড়ছে এআই-র ব্যবহার-অপব্যবহার

গোটা বিশ্বজুড়ে বিভিন্ন সরকার এআই নিয়ে নানা সিদ্ধান্ত গ্রহণ করছেন। অনেকেই মনে করছেন, এআই-য়ের অতিরিক্ত ব্যবহার জালিয়াতি বাড়িয়ে দেবে। পাশাপাশি এআই চাকরির বাজারেও সমস্যা তৈরি করবে বলে মনে করছেন অনেকে।

অ্যামেরিকার নেতৃত্বে এদিন জাতিসংঘ যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে বলা হয়েছে, এআই-য়ের ঠিকঠাক ব্যবহার হলে এই বিষয়গুলি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক নতুন বিশ্ব খুলে দেবে। এর সাহায্যে বহু অসাধ্য সাধন করা সম্ভব হবে।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান