'উত্তর কোরিয়া হ্য়াকারের সাহায্য়ে সাইবার তথ্য চুরি করছে'
২৬ জুলাই ২০২৪অ্যামেরিকা, যুক্তরাজ্য়, দক্ষিণ কোরিয়া-সহ একাধিক দেশ সম্প্রতি একটি বিবৃতি জারি করেছে। তাতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সাইবার হ্য়াকাররা বিভিন্ন দেশের সাইবার স্পেসে ঢুকে সামরিক তথ্য চুরি করার চেষ্টা করছে। পরমাণু পরীক্ষার জন্য় একাজ তারা করছে বলে মনে করা হচ্ছে।
এফবিআই, মার্কিন এনএসএ, সাইবার এজেন্সি, যুক্তরাজ্য়ের জাতীয় সাইবার সিকিওরিটি সেন্টার এবং দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা বিভাগ এই বিবৃতির সঙ্গে সহমত।
উত্তর কোরিয়ার মদতপুষ্ট এই হ্য়াকারের নাম অ্যানডারিয়েল অথবা এপিটি৪৫। সাইবার নিরাপত্তা নিয়ে যারা গবেষণা করেন, তারা এই তথ্য দিয়েছেন। বিভিন্ন সামরিক এবং নিরাপত্তা সংস্থার সাইবার স্পেসে ঢোকার চেষ্টা করছে এই হ্য়াকাররা। তারা ওই সংস্থাগুলির কম্পিউটারগুলিকে টার্গেট করেছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, হ্য়াকাররা বিভিন্ন দেশের ট্য়াঙ্ক, মিসাইল, যুদ্ধবিমান, সাবমেরিন তৈরির সংস্থাগুলিকে টার্গেট করেছে। তাদের সাইবার স্পেসে ঢোকার চেষ্টা করছে।
উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থার একটি সাইবার উইং এই অ্যানডারিয়েল। জাপান এবং ভারতের সামরিক স্পেসেও হ্য়াকাররা ঢোকার চেষ্টা করছে বলে অ্যামেরিকার গোয়েন্দা সংস্থা জানিয়েছে। অ্যামেরিকা জানিয়েছে, গোপন পরমাণু পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। তাদের পরমাণু পরীক্ষার উপর আগেই নিষেধাজ্ঞা জারি করেছে অ্যামেরিকা-সহ একাধিক দেশ। কিন্তু গত কয়েকবছর ধরে লাগাতার পরমাণু পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিম জংউনের দেশ। সেই পরীক্ষার জন্য়ই তারা এই সাম্প্রতিক সাইবার হামলা শুরু করেছে বলে মনে করা হচ্ছে।
তিনটি পদ্ধতিতে এই সাইবার হামলা চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে। অন্য়দেশের সামরিক সাইবার স্পেসে সফটওয়্যার প্রতিস্থাপন করা হচ্ছে। পাশাপাশি ম্য়ালওয়্য়ার এবং পিশিংয়ের মাধ্য়মেও ডেটা চুরির চেষ্টা হচ্ছে বলে মনে করা হচ্ছে। প্রতিটি দেশকেই তাদের সাইবার স্পেস সুরক্ষিত করার জন্য় আবেদন জানিয়েছে এফবিআই।
এসজি/জিএইচ (এএফপি, রয়টার্স)