1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়ার অভিযোগ তদন্ত করছে ফিফা

১১ আগস্ট ২০১০

বিশ্বকাপে উত্তর কোরিয়ার খেলোয়াড়দের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগের তদন্ত শুরু করেছে ‘ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন’ বা ফিফা৷

https://p.dw.com/p/OiNX
বিশ্ব কাপে ব্রাজিল উত্তর কোরিয়া খেলার সময় উত্তর কোরিয়ার সমর্থকরাছবি: AP

১৯৬৬ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েছিল এশিয়ার দেশটি৷ সেবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত লড়লেও এবার ফিরতে হয়েছে শূন্য হাতে৷ সবচেয়ে বেশি গোল হজম করে৷ তবে মাঠের লড়াইয়ে হারলেও একটা অভিযোগ তুলে কিছুটা শোরগোল তোলে উত্তর কোরিয়া৷ তা হচ্ছে, তাদের খেলোয়াড়দের সঙ্গে বাজে আচরণ করা হয়েছে৷

উত্তর কোরিয়ার ফুটবল ফেডারেশন বার্তা মাধ্যমকে বলে, তাদের বিশ্বকাপ দলের সঙ্গে জনসমক্ষে অবমাননাকর আচরণ করা হয়েছে এবং কোচকে অতিরিক্ত খাটানো হয়েছে৷ এরপরই বিষয়টি নজরে আনে ফিফা৷ সংস্থার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার বুধবার সিঙ্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দুর্ব্যবহারের অভিযোগ সম্পর্কিত তথ্য এবং নতুন ফেডারেশন প্রেসিডেন্টের সাম্প্রতিক নির্বাচন সম্পর্কে জানতে চেয়ে, ফিফা উত্তর কোরিয়ার ফুটবল ফেডারেশনকে মঙ্গলবার একটি চিঠি দিয়েছে৷

ব্ল্যাটার বলেন, চিঠি পাঠিয়ে আমরা প্রথম পদক্ষেপ পালন করেছি, এখন দেখি তারা কী উত্তর দেয়৷ একই সঙ্গে তিনি বলেন, এটা এত সহজ নয়৷ এই প্রসঙ্গে ফিফা প্রেসিডেন্ট বলেন, একবার অন্য একটি দেশও অভিযোগ করেছিল, তাদের খেলোয়াড়দের শারীরিক চাপের মধ্যে রাখা হয়েছে৷ পরে দেখা গেছে, অভিযোগ সত্য নয়৷ ব্ল্যাটার বলেন, এবার দেখা যাক আমরা আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার আগে উত্তর কোরিয়ার কাছ থেকে কী উত্তর আসে৷

এদিকে রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, গত মাসে উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তারা পিয়ংইয়ং-এ ফুটবল দলের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন এবং ব্রাজিল, পর্তুগাল ও আইভরি কোস্টের সঙ্গে খেলায় হেরে যাবার জন্য সমালোচনা করা হয়৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ