উচ্চশিক্ষার গন্তব্য জার্মানি | বিশ্ব | DW | 22.08.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages
বিজ্ঞাপন

ভারত

উচ্চশিক্ষার গন্তব্য জার্মানি

দেশে স্নাতকস্তরের পড়াশোনা শেষ করে অনেক ছাত্র-ছাত্রী উড়াল দেয় জার্মানির উদ্দেশ্যে, এখনও যে দেশটি উচ্চশিক্ষার সেরা ঠিকানা৷

তাদের সবারই জার্মানি যাওয়ার ব্যবস্থা পাকা৷ টিকিট-ভিসা হয়ে গেছে৷ পছন্দসই জার্মান বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হয়ে গেছে ওরা৷ সবাই স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা করতে যাচ্ছে৷ সংখ্যায় তারা অনেক৷ তাদেরই বাছাই ৫০ জন ছাত্র-ছাত্রীকে সম্প্রতি আমন্ত্রণ জানিয়েছিল কলকাতার গ্যোটে ইন্সটিটিউট মাক্সম্যুলার ভবন৷ উদ্দেশ্য, গন্তব্য দেশটি সম্পর্কে শেষ মুহূর্তের কিছু টিপস্‌ ওদের দেওয়া৷ খুবই ঘরোয়া আলাপ-আলোচনার মধ্যে দিয়ে৷

সামাজিক জীবনে জার্মানরা কেমন, কীভাবে তাদের সঙ্গে মিশতে হবে, কী তাদের ভাল লাগবে, কোনটা খারাপ— এরকম খুব সাধারণ কিছু পরামর্শ৷ তার পাশাপাশি মাস্টার্স বা ডক্টরেট পর্যায়ে কীভাবে পড়াশোনা করলে, কোন অভিজ্ঞতা অর্জন করে রাখলে ভবিষ্যতে কাজে লাগবে— সেই জরুরি উপদেশগুলোও দেওয়া হল তাদের৷

জার্মান আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় সংস্থা ‘‌ডয়েচার আকাডেমিশার আউসটাউশ ডিন্‌স্ট'‌, সংক্ষেপে ডাড-এর পক্ষ থেকে এসেছিলেন অধ্যাপক অমিতাভ গুপ্ত৷ যারা জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যায়, তাদের প্রথম কী উপদেশ তিনি দেন?‌

অডিও শুনুন 02:02

‘যে কোনো দেশে গিয়ে লোকজনের সঙ্গে মেলামেশা করাটা বিরাট ব্যাপার’

তারা যেন নিজেদের সাধারণ ছাত্র-ছাত্রী মনে করে, স্রেফ ভারতীয় ছাত্র-ছাত্রী নয়, বললেন অধ্যাপক গুপ্ত৷ কারণ, ‘‘যে কোনও দেশে গিয়ে, সেই দেশের লোকজনের সঙ্গে মেলামেশা করাটা একটা বিরাট ব্যাপার''‌ বলে তিনি মনে করেন৷ সেটা না করে যদি শুধু নিজের দেশের লোকের সঙ্গেই মেশে, তা হলে তারা দেশটাকে জানতেই পারবে না৷ এই সঙ্গে জার্মান বিশ্ববিদ্যালয়ে পাঠক্রমের পাশাপাশি যন্ত্র, বা বৈজ্ঞানিক সরঞ্জামের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ, সেই অভিজ্ঞতা এবং ব্যবহারের মাধ্যমে অধিগত দক্ষতা ভবিষ্যতে কত কাজে লাগে, তাও মনে করিয়ে দেন অধ্যাপক গুপ্ত৷

কোলাঘাট থেকে জার্মানির রেগেন্‌সভাল্ড বিশ্ববিদ্যালয়ে অঙ্ক নিয়ে এমএসসি করতে যাচ্ছেন দেবম বিশ্বাস৷ তিনি যে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি বেছে নিয়েছেন, তাতে প্রথম বছর জার্মানিতে এবং দ্বিতীয় বছরে ফ্রান্সের এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন৷ কেন?‌ জার্মানি, বা ইউরোপই কেন?‌ দেবমের পড়াশোনার মূল ফোকাস নাম্বার থিওরি, অর্থাৎ সংখ্যাতত্ত্ব৷ তা নিয়ে পড়ার জন্য জার্মানি বিশ্বের অন্যতম সেরা জায়গা বলে মনে করেন দেবম৷ দেশটার সামাজিক-সাংস্কৃতিক দিকগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলেও অঙ্ক নিয়ে উচ্চশিক্ষায় জার্মানির শ্রেষ্ঠত্ব নিয়ে তিনি নিঃসন্দেহ৷

কলকাতার রাধিকা চ্যাটার্জি জার্মানির সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কেও ওয়াকিবহাল৷ সম্প্রতি বৈদ্যুতিন সরঞ্জাম (‌প্রয়োগ)‌ বিষয়ে বি.‌টেক পাস করা রাধিকা ছোটবেলা থেকেই বেহালা বাজাতে শিখেছেন৷ তিনি যাচ্ছেন ড্রেসডেন শহরের কারিগরি বিশ্ববিদ্যালয়ে৷ সেখানে পড়াশোনার যেমন সুযোগ, তেমনই সংগীতমুখর ড্রেসডেনের সাংস্কৃতিক পরিবেশও তাঁকে সমানভাবে আকৃষ্ট করছে৷ এম.‌টেক পড়ার জন্য জার্মানিকেই বেছে নেওয়ার আরও একটা কারণ, সে দেশে উচ্চশিক্ষার খরচ বহন করে সরকার৷ পড়ার কোনও খরচ দিতে হয় না৷ রাধিকার মতো অনেক ছাত্র-ছাত্রী এই একটা কারণে সারা বিশ্বের মধ্যে জার্মানিকেই প্রথম পছন্দের তালিকায় রাখেন৷

নির্বাচিত প্রতিবেদন

এই বিষয়ে অডিও এবং ভিডিও

সংশ্লিষ্ট বিষয়