1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈশ্বরের কাছে কুকুরের আকুতি!

১৫ এপ্রিল ২০১৯

ঈশ্বরের গুণগান গাইতে হিন্দু সম্প্রদায়ের মানুষরা কীর্তন করে থাকেন৷ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, মন্দিরের পূজারিদের সাথে সুর মেলাচ্ছে এক কুকুর৷  

https://p.dw.com/p/3GmKI
Sinogene  China Hunde Klon
ছবি: Reuters/J. Lee

 ভারতের পুনে রাজ্যের একটি মন্দিরের ঘটনা এটি৷ ভিডিওতে দেখা যায়, যন্ত্রসংগীতের সাথে ঈশ্বরভজন করছেন এক দল পুজারি৷ তাঁদের পাশেই একটি কুকুর৷ তবে কুকুরটি শুধু দাঁড়িয়ে নেই৷ সুরের তালে তালে, পূজারিদের সাথে যোগ দিয়েছে প্রার্থনাসংগীতে ৷ গলা উঁচিয়ে আর লেজ নাড়িয়ে এমনভাবে ডাকছে সে, মনে হচ্ছে যেন ঈশ্বরকে নিজের মনের আকুতি জানাচ্ছে৷ শুধু তাই নয়, প্রার্থনাগীত উপভোগও করছে কুকুরটি৷ নাড়াচ্ছে লম্বা লেজ আর পূজারত একজনের সাথে গাঁ ঘেষে যেন একটু ভালোবাসার দাবিই করছে প্রাণীটি৷  কুকুরটিকে নিরাশ করেননি সেই পুজারী৷শরীরে আর মাথায় হাত বুলিয়ে ভালোবাসা দিয়েছেন কুকুরটিকে৷

একটি টুইটার অ্যাকাউন্টে থেকে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ভিডিওটি৷ টুইটে সুধমাদাতে জানান, প্রতি বৃহস্পতিবার মন্দিরের কীর্তনে নাকি এভাবেই যোগ দেয় কুকুরটি৷ টুইটারের ছড়িয়ে পড়া এ ভিডিওটি ইতিমধ্যে প্রায় ৬৫ হাজার বার  দেখা হয়েছে৷ আর কমেন্টে কুকুরটির প্রতি ভালোবাসা দেখাতেও ভোলেননি তাঁরা৷ পরের জন্মে মানুষ হিসেবে পৃথিবীতে আসবে এ কুকুরটি, এমন মন্তব্য করেছেন একজন৷

আরআর/এসিবি