রেড রোডে নামাজ, তারপর নতুন পোশাক পরে ঘোরাফেরা, দিনভর ঈদের আনন্দ-উৎসবে মাতলো কলকাতা।
দুই বছর পর
করোনার কারণে দুই বছর বন্ধ ছিল রেড রোডের নামাজ। এবার করোনার সেই ভ্রুকুটি নেই। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। রেড রোডে তাই ফিরে এল পুরনো ছবি। হাজার হাজার মানুষ নামাজ পড়ছেন।
বৃষ্টির মধ্যে
নামাজ শুরু হলো বৃষ্টির মধ্যে। নামাজ শেষ হওয়ার পর বৃষ্টির তেজও কমলো। বৃষ্টিতে ভিজেই নামাজ পড়লেন সকলে।
এই কিশোররা আবার সকলে এক রঙের পোশাক পরেছে। একসঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছে।
বাচ্চাদের মজা
বাচ্চারা মেতেছে আনন্দে। শহরের বিভিন্ন জায়গায় দেখা গেছে এই ছবি।
দুই বছর পর
করোনার কারণে দুই বছর বন্ধ ছিল রেড রোডের নামাজ। এবার করোনার সেই ভ্রুকুটি নেই। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। রেড রোডে তাই ফিরে এল পুরনো ছবি। হাজার হাজার মানুষ নামাজ পড়ছেন।
বৃষ্টির মধ্যে
নামাজ শুরু হলো বৃষ্টির মধ্যে। নামাজ শেষ হওয়ার পর বৃষ্টির তেজও কমলো। বৃষ্টিতে ভিজেই নামাজ পড়লেন সকলে।