1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইহুদি সম্প্রদায়কে ‘উপহার' বললেন জার্মান প্রেসিডেন্ট

৩ ডিসেম্বর ২০১৮

ইহুদিদের আলোর উৎসব উদযাপনে যোগ দিয়ে প্রেসিডেন্ট স্টাইনমায়ার জার্মানিতে ইহুদি বিদ্বেষের কালো অধ্যায়কে স্মরণ করেন৷ আবারো কোনো কোনো পর্যায়ে এই বিদ্বেষ দেখা যাচ্ছে বলে এর নিন্দাও জানান তিনি৷

https://p.dw.com/p/39K7Q
Deutschland - Chanukka-Leuchter am Brandenburger Tor
ছবি: picture alliance/dpa/G. Fischer

ইহুদিদের আলোর উৎসব হানুক্কাহ শুরু হয়েছে রোববার৷ সেদিন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ও বার্লিনে ইহুদি সম্প্রদায়ের মেয়র রাব্বি ইয়েহুদা টাইশটাল ইউরোপের সবচেয়ে বড় মেনোরাহের মোমবাতিতে আগুন জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন৷ এই মেনোরাহটি ৩৩ ফুট উঁচু৷

ব্রান্ডেনবুর্গ গেটের সামনে এই অনুষ্ঠানে স্টাইনমায়ার এ সময় ৮০ বছর আগেকার গণহত্যার কথা স্মরণ করেন৷

তিনি জার্মানির ইহুদি সম্প্রদায়কে ধন্যবাদ দিয়ে বলেন, ‘‘এটা আমাদের জন্য একটা উপহার যে আপনারা ইতিহাসের ফাটল মেরামতে আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন৷''

হানুক্কাহ অর্থ উৎসর্গ করা৷ মেনোরাহ হলো এক রকমের মন্দির, যার মোমবাতিগুলো সবসময় জ্বলে৷ বার্লিনে প্রতিবছর আটদিনব্যাপী হানুক্কাহ উৎসব হয়৷ এ বছর এ আলোর উৎসবটি হচ্ছে ব্রান্ডেনবুর্গ গেটে৷

উৎসবে স্টাইনমায়ার বলেন,নাৎসিদের ইহুদি নিধনের ইতিহাসের কারণে জার্মানদের এর দায়িত্ব নিতে হবে৷ ‘‘এই দায়িত্ব কখনো শেষ হবে না,'' বলেন তিনি৷

সম্প্রতি জার্মানির অতি ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)-র কয়েকজন সদস্য হলোকস্ট ও নাৎসিদের অপরাধের ব্যাপারে দেশটির সাধারণের প্রায়শ্চিত্তমূলক মানসিকতার সমালোচনা করেন৷

জার্মানি ও ইউরোপের বিভিন্ন এলাকায়, রাস্তায়, স্কুলে ও অনলাইনে ইহুদিবিদ্বেষী নানা বক্তব্য সম্প্রতি দেখা গেছে৷ স্টাইনমায়ার এসব কর্মকাণ্ডের নিন্দা জানান৷

এ বছর হানুক্কাহ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত৷

জেডএ/এসিবি (এএফপি, কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য