ইস্তাম্বুলের নাইটক্লাবে আগুন, নিহত ২৯
৩ এপ্রিল ২০২৪মঙ্গলবার ইস্তাম্বুলের এক নাইটক্লাবে আগুনের ঘটনায় অন্তত ২৯ জন প্রাণ হারিয়েছেন৷ আহত হয়েছেন অনেকে৷ শহরের ইউরোপীয় অংশে অবস্থিত ১৬ তলা একটি ভবনের নীচ তলায় নাইটক্লাবটির অবস্থান৷ স্থানীয় সময় দুপুর বারোটা ৪৭ মিনিটে ভবনটিতে আগুন লাগে৷ এর কয়েক ঘণ্টা পর অগ্নিনির্বাপণ কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ সেখানকার গভর্নর দাভুত গুল এক বিবৃতিতে ২৯ জনের নিহত হওয়ার তথ্য জানিয়েছেন৷
ঘটনার ভিডিওতে উপরের তলা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে৷ রমজান উপলক্ষে নাইটক্লাবটি বন্ধ থাকলেও ঘটনার সময় সেখানে সংস্কার কাজ চলছিল বলে জানিয়েছেন স্থানীয় পত্রিকা হুরিয়েত৷
ইস্তাম্বুলের পুনর্নির্বাচিত মেয়র একরেম ইমামোলু ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ তিনি জানান, ‘‘আগুন নিয়ন্ত্রণে এসেছে, আশা করি আর কোন হতাহত নেই৷''
কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করছে কর্তৃপক্ষ৷ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে পুলিশ৷ এর মধ্যে ক্লাবের ব্যবস্থাপক ও সংস্কারকাজের দায়িত্বে থাকা একজন রয়েছেন৷
মাসকারেড নামের নাইটক্লাবটিতে সপ্তাহে একাধিক ডিজে শো হয়, যেখানে একসাথে চার হাজার মানুষ অংশ নিতে পারেন বলে তাদের ওয়েবসাইটের তথ্যে বলা হয়েছে৷
এফএস/এসিবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)