1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধবিরতিতে ভাঙন

১৫ নভেম্বর ২০১৯

মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ফিলিস্তিনের গাজার জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি ভেঙে গেল৷ মিশরের মধ্যস্থতায় বৃহস্পতিবার যুদ্ধবিরতি শুরু হয়েছিল৷

https://p.dw.com/p/3T5ta
Gaza Israel Raketenabwehrsystem Iron Dome
ছবি: Reuters/A. Cohen

সীমান্তের ওপার থেকে আসা রকেটের উত্তর দিতে ইসরায়েলের সামরিক বাহিনী শুক্রবার গাজায় অবস্থিত ইসলামিক জিহাদের একটি ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালায়৷ গাজা থেকে ইসরায়েলে পাঁচটি রকেট এসে পড়ে বলে জানিয়েছে তারা৷

কেন হঠাৎ বাড়ল সহিংসতা?

গাজায় ক্ষমতায় থাকা হামাস বরাবরই ইরান-সমর্থিত ইসলামিক জিহাদ ও ইসরায়েলের মধ্যকার এই লড়াই থেকে দূরে ছিল৷ ১২ বছর ধরে চলে আসছিল ‘ব্লকেড' বা অবরোধ৷ নিয়মিত বিরতিতে হামলা, পালটা হামলা চলার কারণে অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল ফিলিস্তিনের গাজা অঞ্চল৷

মঙ্গলবার ইসরায়েলের হামলায় ইসলামিক জিহাদের এক কমান্ডার নিহত হলে নতুন করে হামলা, পালটা হামলাশুরু হয়৷

গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ইসরায়েলের হামলায় ৩৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ১১১ জন৷ নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে৷

এদিকে, অত্যাধুনিক ‘আয়রন ডোম' ব্যবস্থার সাহায্যে ইসলামিক জিহাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের সবকটিই ইসরায়েল নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে৷ ফলে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷

এসএস/জেডএইচ (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য