ইসরায়েলের ফুটবল মাঠে হামলা, নিহত অন্তত ১২
ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির ফুটবল মাঠে রকেট হামলায় অন্তত ১২জন শিশু নিহত হয়েছে৷ হামলার জন্য হিজবুল্লাকে দায়ী করেছে ইসরায়েল৷ দেখুন ছবিঘরে...
জরুরি সেবা
রকেট হামলার পরপরই জরুরি পরিষেবার কর্মীরা এলাকাটিতে উদ্ধার অভিযান শুরু করে৷
অন্তিম যাত্রা
লেবানন থেকে ছোঁড়া রকেটের আঘাতে ফুটবল মাঠে নিহত শিশুদের মরদেহ কফিনে করে শেষ যাত্রায় নিয়ে যাওয়া হয়৷
অশ্রুসিক্ত বিদায়
লেবানন থেকে ছোঁড়া রকেটের আঘাতে ফুটবল মাঠে নিহত শিশুদের অন্ত্যেষ্টিক্রিয়ায় তাদের পরিবারের সদস্যরা যোগ দেন৷
ক্ষতির পরিমাণ নির্ণয়
ইসরায়েল সংলগ্ন লেবান সীমান্তে রকেট ছোঁড়ার পরে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়৷
ফুলেল বিদায়
কফিনের উপর ফুল দিয়ে নিহত প্রিয়জনদের শেষ বিদায় জানান তাদের পরিবারের সদস্যরা৷
ক্ষতিগ্রস্থ যানবাহন
রকেট হামলায় মাঠের বাইরে রাখা মোটরবাইকসহ অন্যান্য যানবাহনও পুড়ে যায়৷
6 ছবি
1 | 66 ছবি