1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েল ইরানে সন্ত্রাস চালাচ্ছে: জাভেদ জারিফ

৪ ডিসেম্বর ২০২০

ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ তুললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। অ্যামেরিকাকেও সতর্ক করলেন।

https://p.dw.com/p/3mCzv
ইরান পররাষ্ট্রমন্ত্রী
ছবি: Matias Delacroix/AP Photo/picture alliance

ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে হত্যার পিছনে ইসরায়েল রয়েছে বলে আগেই দাবি করেছিল ইরান। বৃহস্পতিবার রোমে একটি আন্তর্জাতিক কূটনৈতিক সভায় ফের সরাসরি ইসরায়েলকে ওই ঘটনার জন্য দায়ী করেছেন ইরানের পরাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

আন্তর্জাতিক সম্মেলনে জাভেদ জারিফ বলেছেন, ইরানে সন্ত্রাস চালাচ্ছে ইসরায়েল। পরমাণু বিজ্ঞানীকে হত্যার ঘটনার পিছনেও তারাই রয়েছে। অথচ পৃথিবীর সমস্ত দেশ চুপ। ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলি কখনো কোনো কথা বলে না। ইরানের জমিতে তারা বিনা বাধায় একের পর এক সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যেতে পারে। এরপরেই মধ্যপ্রাচ্যের দেশগুলির বিরুদ্ধে সরব হন জাভেদ। বলেন, এই পরিস্থিতিতে মধ্য প্রাচ্যের মুসলিম দেশগুলিকে স্থির করতে হবে ইসরায়েলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে তারা ইরানের পাশে থাকবে কি না। মুখে না বললেও জাভেদ বুঝিয়ে দিয়েছেন তিনি সাম্প্রতিক কয়েকটি চুক্তির বিষয়ে কথা বলছেন। সম্প্রতি আরব আমিরাত এবং বাহারিন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে আবদ্ধ হয়েছে। সে বিষয়টি নিয়েই সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

আরো একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন জাভেদ। অ্যামেরিকা তাদের উপর থেকে নিষেধাজ্ঞা না তুললে তারা কোনো ভাবেই মাথা নত করবে না। ডনাল্ড ট্রাম্পের পরে জো বাইডেন ইরান নীতি বদলাতে পারেন বলে মনে করছেন বহু বিশেষজ্ঞ। কিন্তু জাভেদের বক্তব্য, অ্যামেরিকার কোনো কথা শুনতেই তারা রাজি নয়। একমাত্র অ্যামেরিকা নিষেধাজ্ঞা তুললে, তাহলেই কথা হতে পারে।

বস্তুত, পরমাণু বিজ্ঞানীর হত্যার পরে ইরানের সংসদ একটি আইন তৈরি করেছে। যাতে দেশে ইউরেনিয়াম মজুত বহু গুণ বাড়ানোর কথা বলা হয়েছে। ইরান বুঝিয়ে দিয়েছে, এখন আর তারা কারো কথা শুনবে না। অ্যামেরিকা নীতি না বদলালে তারা পরমাণু অস্ত্র পরীক্ষা করবে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)