1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি

১১ সেপ্টেম্বর ২০২৪

অ্যামেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি একসঙ্গে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে। রাশিয়াকে ব্য়ালেস্টিক মিসাইল দেওয়ার অভিযোগ।

https://p.dw.com/p/4kUKo
ব্যালেস্টিক মিসাইলের মডেল
ইরানের ব্যালেস্টিক মিসাইলছবি: Sobhan Farajvan/Pacific Press/picture alliance

রাশিয়াকে ব্যালেস্টিক মিসাইল দেওয়ার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সে কারণেই ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করার কথা জানালো অ্যামেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এখন লন্ডন সফর করছেন। সেখানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাশে নিয়ে এই ঘোষণা করেছেন তিনি। ব্লিংকেনের বক্তব্য, ''ইরান যে মিসাইল পাঠিয়েছিল, এতদিনে তা রাশিয়ার হাতে পৌঁছেছে। রাশিয়া এবার সেই মিসাইল ইউক্রেন যুদ্ধে ব্যবহার করবে। দূরপাল্লার এই ব্যালেস্টিক মিসাইল বহু দূর পর্যন্ত ধ্বংস করার ক্ষমতা রাখে।''

মধ্যপ্রাচ্যে জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা

ব্লিংকেন জানিয়েছেন, ইরানের বিমান সংস্থাগুলি এবার নিষেধাজ্ঞার আওতাভুক্ত হতে পারে। ইরান এয়ারের সমস্ত উড়ান বাতিল করা হতে পারে। অ্যামেরিকার সঙ্গে ইরানের সরাসরি বিমান যোগাযোগ বন্ধ করা হতে পারে। পাশাপাশি ব্যালেস্টিক মিসাইল যারা তৈরি করছেন, তাদের বিরুদ্ধেও ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। ইইউ-এর দেশগুলি এবং যুক্তরাজ্যও একই পথে হাঁটতে পারে বলে জানিয়েছেন ব্লিংকেন। দ্রুত এই নিষেধাজ্ঞার তালিকা অ্যামেরিকা জানাবে বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাজ্য জানিয়েছে, তারা ইতিমধ্যেই ইরানের সঙ্গে সমস্ত সরাসরি উড়ান বাতিল করেছে। অন্যদিকে ইইউ-এর পক্ষ থেকে জোসেপ বরেল জানিয়েছেন, ২৭টি দেশকে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব জানানো হয়েছে। তারা সবুজ সংকেত দিলেই তা বাস্তবায়িত করা হবে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)