1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজআফ্রিকা

ইথিওপিয়ায় ভূমিধসে মৃত অন্তত ২২৯

২৪ জুলাই ২০২৪

দক্ষিণ ইথিওপিয়ায় প্রবল বৃষ্টি। মাটি নরম হয়ে ভূমিধস। কয়েকশ মানুষের মৃত্য়ু হয়েছে।

https://p.dw.com/p/4ieNY
ইথিয়োপিয়ায় ভূমিধস
ইথিয়োপিয়ায় ভূমিধসছবি: Gofa Zone Government Communication Affairs Department

মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রবল বৃষ্টি চলছে দক্ষিণ ইথিওপিয়ায়। তারই জেরে মঙ্গলবার আচমকাই জমির একটি বড় অংশ ধসে পড়ে। কয়েকশ মানুষ সেই ধসে আক্রান্ত হয়েছেন। ২২৯ জনের মৃতদেহ এখনো পর্যন্ত উদ্ধার করা গেছে। আরো মানুষ ধসে আটকে আছেন বলে মনে করা হচ্ছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, মাটি কেটে তার ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করতে হচ্ছে। ধসের ফলে দেহগুলি মাটির গভীরে চলে গেছে। আরো কত মানুষ মাটির তলায় আছেন, তা এখনো স্পষ্ট নয়। বহু মানুষ নিখোঁজ।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ বলেছেন, গোটা ঘটনায় তিনি স্তম্ভিত। কেন্দ্রীয় অফিসারদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখনো পর্যন্ত ১৪৮ জন পুরুষ এবং ৮১ জন নারীর দেহউদ্ধার হয়েছে। তারা জানিয়েছেন, উদ্ধার করতে এসেও অনেকে ধসের ভিতর আটকে পড়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। দেহগুলি উপরে নিয়ে আসার পর দেখা যাচ্ছে, ছোট ছোট শিশুরা মৃতদেহ জড়িয়ে বসে আছে। কারণ, তারা তাদের গোটা পরিবারকে হারিয়েছে।

এসজি/জিএইচ (এএফপি, এপি)