1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইডি-র দপ্তরে ঐশ্বরিয়া, শুরু জিজ্ঞাসাবাদ

২০ ডিসেম্বর ২০২১

পানামা পেপার মামলায় নাম ঐশ্বরিয়া রাই বচ্চনের। ইডি-র দপ্তরে শুরু জেরা। বিদেশে টাকা পাচারের অভিযোগ।

https://p.dw.com/p/44YdL
ঐশ্বরিয়া রাই বচ্চন
ছবি: AFP/Getty Images/A. Pizzoli

পানামা পেপারে প্রায় ৩০০ ভারতীয়ের নাম আছে। খেলোয়াড় থেকে বলিউডের তারকা এবং রাজনীতিবিদ-- কেউ বাদ নেই তাতে। এবার সেই মামলায় সোমবার সকালে বলিউডের অভিনেত্রী এবং অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে ডেকে পাঠায় ইডি। দুপুরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজির হন ঐশ্বরিয়া।সকালে এ বিষয়ে ঐশ্বরিয়ার তরফে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি। তবে ইডি জানিয়ে দেয়, সকালেই তার বাড়িতে নোটিস পৌঁছে গেছে। কিন্তু বচ্চন পরিবার মুখ খুলতে রাজি হয়নি।

ঐশ্বরিয়ার বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে বিদেশের শেল কোম্পানিতে টাকা পাচার করেছেন তিনি। পানামা পেপারে এ বিষয়ে বিস্তারিত তথ্য আছে বলে ইডির সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে। তবে কোন দেশে কত টাকা পাচার হয়েছে, তদন্তের খাতিরে এখনই তা জানাতে চায় না ইডি।

বস্তুত, এর আগে আরো দুইবার ঐশ্বরিয়াকে তলব করেছিল ইডি। তার নামে বিদেশ থেকে যে রেমিটেন্স আসে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু দুইবারই তিনি ইডি-র কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলেন। ইডি-র এক অফিসার সকালেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তৃতীয়বার সময় চাওয়া আইনত মুশকিল। ফলে এবার ইডি-র সামনে অভিনেত্রীকে হাজির হতেই হবে। দুপুরে দেখা গেল, ইডি-র দপ্তরে হাজির হলেন অভিনেত্রী।

এর আগে প্যান্ডোরা পেপারে খেলোয়াড় শচিন টেন্ডুলকারের নাম এসেছিল। শচিনের আইনজীবী অবশ্য জানিয়ে দিয়েছিলেন, লিলট মাস্টারের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। বচ্চন পরিবারের তরফে এখনো পর্যন্ত কেউ মুখ খোলেননি।

এসজি/জিএইচ (পিটিআই, এনডিটিভি)