dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
গত কয়েকদিনে ইটালিতে ফেরা বাংলাদেশিরা করোনা পরীক্ষা করাচ্ছেন৷ অনেকে নিজ তাগিদেই এই পরীক্ষার সম্মুখীন হচ্ছেন৷ এদিকে বাংলাদেশসহ ১৩ টি দেশ থেকে কেউ এখন আর ইটালিতে প্রবেশ করতে পারবেন না৷ এ সংক্রান্ত একটি নির্দেশনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারেন্সা৷
এফএস/এসিবি (এপিটিএন)