1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইএফটিএ-এর সঙ্গে ভারতের সোয়া আট লাখ কোটি রুপির চুক্তি

১০ মার্চ ২০২৪

চারটি ইউরোপীয় দেশের ব্লক, ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন বা ইএফটিএ-এর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত।

https://p.dw.com/p/4dMV7
ভারত টেক্স ২০২৪ এর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাণিজ্য চুক্তি ''উন্মুক্ত, ন্যায়সঙ্গত বাণিজ্যের জন্য। এ চুক্তি অঙ্গীকারের প্রতীক।''ছবি: ANI Photo/Hindustan Times/Sipa USA/picture alliance

১৫ বছরে প্রায় আট লাখ ২৭ হাজার ৫০০ কোটি ভারতীয় রুপি (১০০ বিলিয়ন ডলার) বিনিয়োগের জন্য নরওয়ে এবং সুইজারল্যান্ড সহ দেশগুলির শিল্প পণ্যের উপর শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছে ভারত। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতের অর্থনীতিই, নির্বাচনের মূল লক্ষ্য হতে পারে বলে মনে করা হচ্ছে।

দুই বা তার বেশি দেশের মধ্যে কোনো মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে অংশীদার দেশগুলোর বিভিন্ন পণ্যের উপর থেকে আমদানি শুল্ক তুলে নেওয়া হয়। কাজেই, অনেক সস্তায় সেগুলি রপ্তানি করতে পারে অংশীদার দেশগুলো।

ভারত এবং ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থার (ইএফটিএ) চার সদস্য রাষ্ট্র রোববার প্রায় সাত লাখ ৫৭ হাজার কোটি ভারতীয় রুপি (৯১.৪ বিলিয়ন ডলার) মূল্যের অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করেছে।

ইএফটিএ-এর সদস্যরা হলো সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিস্টেনস্টাইন, যার মধ্যে কেউ ইউরোপীয় ইউনিয়নে নেই।

চুক্তিটি কার্যকর হওয়ার আগে পাঁচজন স্বাক্ষরকারীর দ্বারা অনুমোদিত হতে হবে। সুইজারল্যান্ড ২০২৫ সালের মধ্যে এই চুক্তি করার পরিকল্পনা করেছে।

ভারত-ইএফটিএ চুক্তি সম্পর্কে যা জানি

চুক্তির অধীনে, ১৫ বছরে আট লাখ ২৭ হাজার ৫০০ কোটি ভারতীয় রুপি বিনিয়োগের বিনিময়ে ইএফটিএ থেকে শিল্প পণ্যের বেশিরভাগ আমদানি শুল্ক তুলে নেবে ভারত। সে দেশের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এ কথা বলেছেন।

১৫ বছর ধরে ২১ দফা আলোচনার পর চুক্তি স্বাক্ষরিত হয়।

তিনি বলেন, "এটা আধুনিক বাণিজ্য চুক্তি, পাঁচটি দেশের জন্য ন্যায্য, ন্যায়সঙ্গত, লাভজনক।"

সুইজারল্যান্ড সরকার বলেছে, ভারত অবিলম্বে বা সময়ের সঙ্গে সঙ্গে সুইজারল্যান্ড থেকে ৯৫.৩ শতাংশ শিল্প আমদানির উপর শুল্ক প্রত্যাহার করবে বা আংশিকভাবে প্রত্যাহার করবে।

নরওয়ের শিল্পমন্ত্রী জ্যান স্ক্রিস্টিয়ান ভেস্ত্রে বলেন, "ভারতে রপ্তানি করে এমন নরওয়েজিয়ান কোম্পানিগুলো নির্দিষ্ট পণ্যের উপর ৪০% পর্যন্ত উচ্চ আমদানি শুল্ক পূরণ করে।"

তার কথায়, "নতুন চুক্তির মাধ্যমে প্রায় প্রত্যেকটা নরওয়েজিয়ান পণ্যের উপর কোনো আমদানি শুল্ক থাকবে না।"

গত ত্রৈমাসিকে বিপুল পরিমাণে অর্থনৈতিক বৃদ্ধি, জিডিপি বৃদ্ধি এবং ভারতকে উন্নত দেশে পরিণত করতে চেয়েসরকারের পরিকল্পনায় জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের বার্ষিক রপ্তানি অর্জনের লক্ষ্য রয়েছে ভারতের, একাধিকবার নরেন্দ্র মোদী এ কথা জানিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে, অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত।

ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীনের পরে ভারত ইএফটিএ ব্লকের পঞ্চম বৃহত্তম বাণিজ্য অংশীদার। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় অনুমান করেছে, ২০২৩ সালে এই গোষ্ঠীর সঙ্গে দ্বিমুখী বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় আড়াই হাজার কোটি ডলার।

যদিও ইএফটিএর সঙ্গে চুক্তি করেছে ভারত। কিন্তু যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের এফটিএর মতো বড় চুক্তিগুলো এখনো রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

ভারত কি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে?

আরকেসি/এডিকে (রয়টার্স, এএফপি)