ইউরোপে বন্যায় নিহত অন্তত ১১
বরিস ঝড়ের কারণে ভারী বৃষ্টিপাত হওয়ায় মধ্য ও পূর্ব ইউরোপের পাঁচ দেশে বন্যা দেখা দিয়েছে৷ এতে অন্তত ১১ জন মারা গেছেন৷ এখনও অনেকে নিখোঁজ আছেন৷
বন্যা
বৃহস্পতিবার থেকে অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, রোমানিয়া ও স্লোভাকিয়ায় অস্বাভাবিক বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে গেছে৷ এতে বন্যা দেখা দিয়েছে৷ এখন পর্যন্ত ১১ জন মারা গেছেন বলে জানা গেছে৷ আরও অনেকে নিখোঁজ আছেন৷ লাখ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে৷
কোন দেশে কতজন নিহত
রোববার রোমানিয়া ছয়জন এবং পোল্যান্ড ও অস্ট্রিয়ায় একজন করে মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছিল৷ সোমবার অস্ট্রিয়ায় আরও দুজন ও চেক প্রজাতন্ত্রে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷
পানি কমছে
চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডের সীমান্ত এলাকায় সপ্তাহান্তে বন্যার তীব্রতা দেখা দিয়েছিল৷ বিভিন্ন নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় সেতু ভেঙে গেছে৷ তবে চেক প্রজাতন্ত্রের সীমান্তবর্তী পোলিশ শহর কুয়ৎস্কোর মেয়র সোমবার জানান, শহর থেকে পানি কিছুটা নেমে গেছে৷
পোল্যান্ডে ৪২০ স্কুল বন্ধ
পোল্যান্ডের শিক্ষামন্ত্রী বারবারা নোভাৎস্কা জানিয়েছেন বন্যাকবলিত চার রাজ্যের ৪২০টি স্কুল বন্ধ রয়েছে৷ পোল্যান্ড সীমান্তে অবস্থিত চেক শহর ইয়েসেনইক (ছবি) রোববার ডুবে গিয়েছিল৷ সোমবার সেখান থেকে পানি কিছুটা কমে যাচ্ছে৷ ফলে ক্ষতিগ্রস্ত গাড়ি আর আবর্জনা দেখা যাচ্ছে৷
সতর্কতা জারি
চেক-পোলিশ সীমান্তে পানি কমলেও বড় শহরগুলোকে সতর্ক অবস্থা জারি করা হয়েছে৷ ছয় লাখ বাসিন্দার শহর ব্রেসলাওয়ে বুধবার পানির স্তর বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সেখানকার মেয়র৷
বিদ্যুৎহীন অবস্থা
চেক প্রজাতন্ত্রে ১২ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে৷ বন্যায় ওস্ত্রাভা শহরের একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় আড়াই লাখ পরিবার সপ্তাহান্তে বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন৷ অবশ্য সোমবার সংখ্যাটি এক লাখ ১৮ হাজারে নেমে এসেছে৷
হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় প্রস্তুতি
হাঙ্গেরির স্বরাষ্ট্রমন্ত্রী সান্দোর পিন্টার বলেছেন, দানিয়ুব নদীর পানি বাড়তে থাকায় তারা রাজধানী বুদাপেস্টের ক্ষতি কমানোর প্রস্তুতি নিচ্ছেন৷ ১২ হাজার সৈন্য প্রস্তুত রাখা হয়েছে৷ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভাতেও প্রস্তুতি চলছে৷
অস্ট্রিয়ায় বৃষ্টির পূর্বাভাস
অস্ট্রিয়া রোববার দিবাগত রাতে নদীর পানির স্তর কমেছে৷ তবে সোমবার বৃষ্টির পূর্বাভাস থাকায় আবারও বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক অবস্থায় আছে কর্তৃপক্ষ৷ ছবিতে ভিয়েনায় নদীর পানি উপচে পড়ার দৃশ্য৷