ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনা ভাইরাস সংক্রমণের হার দ্রুত বেড়ে চলেছে৷ শরৎ ও শীতকালে সেই সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ গ্রীষ্মে মানুষ খোলা আকাশের নীচে বেশি সময় কাটানোর পর তাপমাত্রা কমতে শুরু করলে বদ্ধ ঘরে জমায়েত বাড়বে৷ তখন সংক্রমণ আরো ছড়িয়ে পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷ সার্বিক লকডাউন ছাড়াই সেই পরিস্থিতি সামলানো ইউরোপের বিভিন্ন দেশের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে৷
ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ দপ্তর গত ১৪ দিনে প্রতি এক লাখ মানুষের মধ্যে ১২০ জনের সংক্রমণ নথিভুক্ত করেছে৷ সোমবার প্রকাশিত তথ্য পরিসংখ্যান অনুযায়ী, পাঁচটি দেশ সেই মাত্রা অতিক্রম করেছে৷ তালিকার শীর্ষে রয়েছে স্পেন৷ ফ্রান্সের দক্ষিণের কিছু অংশ, চেক প্রজাতন্ত্র, ক্রোয়েশিয়া ও রোমানিয়ায়ও সংক্রমণের হার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ স্পেনের রাজধানী মাদ্রিদ এ সংলগ্ন অঞ্চলে করোনা মহামারি মারাত্মক আকার ধারণ করছে৷ পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপকে কেন্দ্র করে ফেডারেল ও স্থানীয় সরকারের মধ্যে সংঘাতের ফলে সমস্যা আরও বাড়ছে৷
ব্রিটেনে করোনা পরিস্থিতির অবনতিও অব্যাহত রয়েছে৷ শীতের মাসগুলিতে সে দেশে সংক্রমণের হার মারাত্মক আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷ প্রধানমন্ত্রী বরিস জনসন ও তাঁর মন্ত্রীরা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ প্রস্তুত করতে সপ্তাহান্তে মিলিত হয়েছিলেন৷ সংক্রমণের গতি কমাতে সরকার সাময়িক বিধিনিয়ম ঘোষণা করবে বলে অনুমান করা হচ্ছে৷
জার্মানির ফেডারেল ও রাজ্য সরকারগুলিও শীতের মাসগুলিতে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখতে নানা পদক্ষেপ নিচ্ছে৷ স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান বলেছেন, প্রতিবেশী দেশগুলিতে করোনা সংক্রমণ বাড়ার ফলে জার্মানিতেও তার প্রভাব দেখা যাবে বলে তার আশঙ্কা৷ তিনি আরো দ্রুত গতিতে করোনা পরীক্ষা ও দেশজুড়ে জ্বর মাপার জন্য আলাদা স্বাস্থ্যকেন্দ্র চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন৷ এভাবে ডাক্তারের চেম্বারে ভিড় কমিয়ে করোনা পরীক্ষার বিচ্ছিন্ন ব্যবস্থা করা হবে৷ বদ্ধ ঘরে বেশি মানুষের সমাবেশের কারণে সংক্রমণ বেশি ছড়াচ্ছে, বলেন স্পান৷
‘দ্বিতীয় ঢেউ’ প্রতিরোধ করতে জার্মানির দক্ষিণের বাভেরিয়া রাজ্য সরকার কড়া বিধিনিয়ম চালু করছে৷ মিউনিখ শহরে বৃহস্পতিবার থেকেই নতুন নিয়ম চালু হচ্ছে৷ এর আওতায় ব্যস্ত এলাকায় প্রকাশ্যেও মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে৷ মানুষের মধ্যে সাক্ষাৎ যোগাযোগ কমাতে সর্বোচ্চ দুই পরিবার ও পাঁচ জন মানুষের বেশি জমায়েতের অনুমতি দেওয়া হবে না৷
এসবি/এসিবি (এপি, এএফপি)
১৫ সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...
-
বার্লিনে করোনার ঝুঁকি দূরে রেখে আলোর উৎসব
ব্রান্ডেনবুর্গ গেট
১৫ বছর পেরিয়ে এ বছর বার্লিনের ‘ফেস্টিভ্যাল অফ লাইটস’ পা দিলো ১৬ বছরে৷ এই উৎসবের মূলে থাকে শহরের সব গুরুত্বপূর্ণ স্থান৷ এৱ মধ্যে অবশ্যই রয়েছে বিখ্যাত ব্রান্ডেনবুর্গ গেট৷ আলো দেখতে আসা মানুষের ভিড় বেড়ে গেলে কিছুক্ষণের জন্য আলো নিভিয়ে দেওয়া হয়, যাতে ভিড় কম হয়৷
-
বার্লিনে করোনার ঝুঁকি দূরে রেখে আলোর উৎসব
জাদুঘরের সমাহার যেখানে...
জার্মানির সবচেয়ে উঁচু স্থাপত্য বার্লিনের এই টিভি টাওয়ার৷ আলোর উৎসব থেকে বাদ পড়েনি এটিও৷ বেশ কিছু জাদুঘর রয়েছে শহরের ‘মিউজিয়াম আইল্যান্ড’ অঞ্চলে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সচেতনতা প্রকল্পের আওতায় এবার টিভি টাওয়ারসহ বেশ কিছু স্থাপত্যের গায়ে জ্বলবে কমলা আলো৷ এই আলো বিশ্বব্যাপী করোনা আক্রান্তদের প্রতি সহমর্মিতার প্রতীক৷
-
বার্লিনে করোনার ঝুঁকি দূরে রেখে আলোর উৎসব
বার্লিন ক্যাথিড্রাল
মিউজিয়াম আইল্যান্ডের অদূরে বার্লিন ক্যাথিড্রাল৷ বেশ কিছুদিন ধরে সংস্কার কাজ চলছিল সেখানে৷ সেখানেও চলছে আলোর উৎসব৷
-
বার্লিনে করোনার ঝুঁকি দূরে রেখে আলোর উৎসব
বেবেলপ্লাৎজ
ঐতিহ্যবাহী বেবেলপ্লাৎজে হাঁটলে মনে হবে যেন কোনো অসাধারণ শিল্পকর্মের মাঝখানে হেঁটে বেড়াচ্ছেন৷ এবারের উৎসবের ‘একসাথে জ্বলবো আমরা’ স্লোগানের সঙ্গে মিল রেখে সেজে উঠেছে বেবেলপ্লাৎজের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়, স্টেট অপেরা ও বিখ্যাত হোটেল ডে রোম৷
-
বার্লিনে করোনার ঝুঁকি দূরে রেখে আলোর উৎসব
অপেরা
জার্মানি-ইসরায়েল সম্পর্কের ৫৫ বছর পূর্তি উপলক্ষে ইসরায়েল দূতাবাসের পক্ষ থেকে বিশেষভাবে আলোকিত করা হয়েছে বার্লিন স্টেট অপেরাকে৷
-
বার্লিনে করোনার ঝুঁকি দূরে রেখে আলোর উৎসব
হোটেল ডে রোম
উনিশ শতকের শেষের দিকে তৈরি হওয়া এই বাড়িটি যাত্রা শুরু করে ড্রেসডেনার ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় হিসাবে৷ পরে ২০০৬ থেকে এটি অবশ্য হোটেল৷ এর মূল আকর্ষণ ছাদ থেকে পাওয়া বার্লিনের অসামান্য চিত্র, যা এই আলোর উৎসবের সময়ে পর্যটকদের নজর কাড়ছে৷
-
বার্লিনে করোনার ঝুঁকি দূরে রেখে আলোর উৎসব
হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ
বেবেলপ্লাৎজের অন্যতম অংশ হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবন৷ আঠারো শতাব্দীতে এই বাড়িটি তৈরির নির্দেশ দেন প্রাশিয়ান রাজা ফ্রেডেরিক৷ ১৯৬৯ সালে হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবনের মর্যাদা পাবার আগ পর্যন্ত এটি ছিল পাঠাগার৷
-
বার্লিনে করোনার ঝুঁকি দূরে রেখে আলোর উৎসব
পররাষ্ট্র মন্ত্রণালয়ও বাদ যায়নি
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনটিও সেজেছে উৎসবের আলোয়৷ সহনশীলতা ও সামাজিক মূল্যবোধের ওপর ভিত্তি করে এবারের আলোর ডিজাইন বেছে নিয়েছেন চিত্রশিল্পী কার্স্টেন জান্ডের৷
-
বার্লিনে করোনার ঝুঁকি দূরে রেখে আলোর উৎসব
শার্লটেনবুর্গ প্রাসাদ
করোনা সংকটের মাঝে মানুষের ভিড় যাতে শহরের একটি অংশেই সীমিত না থাকে, তা নিশ্চিত করতে এই উৎসবকে শহরের অন্যান্য অংশেও ছড়িয়ে দেওয়া হয়েছে৷ শহরের কেন্দ্র থেকে একটু দূরের শার্লটেনবুর্গ প্রাসাদ ও বের্গগ্রুয়েন জাদুঘরের আলোর সাজ সেই উদ্দেশ্যেই করা হয়েছে৷
-
বার্লিনে করোনার ঝুঁকি দূরে রেখে আলোর উৎসব
পটসডামার প্লাৎজ
প্রতি বছরের মতো এবারও আলোর উৎসবের প্রাণকেন্দ্র বার্লিনের পটসডামের প্লাৎজ৷ এবারের আকর্ষণের মধ্যে রয়েছে বিশাল এক ‘লাভ সাইন’, যা অস্ট্রেলিয়ান শিল্পী জারা পাসফিল্ডের সৃষ্টি৷