ইউরোপীয় ইউনিয়নের নাগরিকেরা যেসব সুবিধা পান
ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন৷ এমন একটি জোটের কারণে দেশগুলোর নাগরিকেরা এমন কিছু সুবিধা পান, যা বিশ্বের অন্য অনেক অঞ্চলের মানুষের জন্য বিষ্ময়কর মনে হতে পারে৷
পাসপোর্টের প্রয়োজন নেই
জোটের ২৭টি দেশের নাগরিকদের এক দেশ থেকে অন্য দেশে যেতে পাসপোর্টের কোনো প্রয়োজন হয় না৷ জোটের দেশগুলোর মধ্যে সীমান্ত পেরোনোর সময় বৈধ পরিচয়পত্র দেখানোই যথেষ্ট৷ এমনকি জোটের সদস্য নয়, এমন কিছু ইউরোপীয় দেশ, যেমন আইসল্যান্ড, লিশটেনশ্টাইন, নরওয়ে এবং সুইজারল্যান্ডে যেতেও জোটের সদস্য রাষ্ট্রের নাগরিকদের পাসপোর্টের প্রয়োজন হয় না৷ বেশিরভাগ ক্ষেত্রে অবশ্য সীমান্তে কোনো কাগজই দেখা হয় না৷
ড্রাইভিং লাইসেন্স
জোটের দেশগুলোর ইস্যু করা ড্রাইভিং লাইসেন্স ২৭টি দেশেই স্বীকৃতি দেয়া হয়৷ ফলে জার্মানির ড্রাইভিং লাইসেন্স নিয়ে খুব সহজেই পর্তুগালেও গাড়ি চালানো সম্ভব৷ সম্প্রতি এই লাইসেন্সিং ব্যবস্থাকে আরো সমন্বিত করা যায় কিনা, এ নিয়েও আলোচনা চলছে৷ এর মধ্যে রয়েছে বর্তমান লাইসেন্সকে ডিজিটাল লাইসেন্সে রূপ দেয়ার মতো প্রস্তাবও৷
মোবাইল ফোন সেবা
এখনও বিশ্বের যে-কোনো প্রান্তে দেশের বাইরে কল করা, ম্যাসেজ পাঠানো বা ইন্টারনেট ব্যবহার করা খুবই ব্যয়বহুল৷ কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এই ব্যবস্থাটিকে তাদের নাগরিকদের জন্য সহজ করে দিয়েছে৷ এই জোটের ২৭টি দেশের নাগরিকেরা নিজের দেশের মধ্যে যে খরচে এই সেবা গ্রহণ করেন, জোটের অন্য দেশগুলোতেও একই সিম ব্যবহার করে একই খরচে সব সেবা ব্যবহার করতে পারেন৷
কাজ ও বসবাসের সুবিধা
ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের যেমন ২৭টি দেশে চলাচলের অবাধ স্বাধীনতা রয়েছে, একই সুবিধা রয়েছে কাজের ক্ষেত্রেও৷ অন্য কোনো দেশের প্রতিষ্ঠানে কাজ করা এবং সে দেশে স্থায়ীভাবে বসবাস করার ক্ষেত্রেও নেই কোনো বাধা৷
পড়াশোনার সুযোগ
ইউরোপীয় ইউনিয়নের দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সদস্য রাষ্ট্রের সব শিক্ষার্থীকেই সমান সুযোগ দিয়ে ভর্তির ব্যবস্থা করে দিতে হয়৷ কেবল অন্য দেশের নাগরিক হওয়া তাদের জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায় না৷ ইরাসমুস প্রোগ্রামের আওতাতেও অন্য দেশের শিক্ষার্থীদের শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়া হয়৷
স্বাস্থ্যসেবা
ইউরোপীয় ইউনিয়নের যে-কোনো দেশের জাতীয় স্বাস্থ্যবিমা জোটের ২৭টি দেশের সবকয়টিতেই সমান স্বাস্থ্যসেবা পাওয়ার নিশ্চয়তা দেয়৷ জার্মান স্বাস্থ্যবিমা থাকলে কেউ সেই বিমার আওতায় গ্রিসেও সেবা পেতে পারেন৷ বাড়তি কোনো সেবা প্রয়োজন হলে সেটিও পাওয়া যায় একই খরচে৷