dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ ইউটিউব টকশোতে এবারের আলোচনার বিষয়: বাংলাদেশিদের চোখে ইউক্রেন যুদ্ধ৷ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে ইউক্রেনের লেভিভ শহর থেকে রয়েছেন ইউক্রেনে বাংলাদেশ অনারারি কনস্যুলেটের অ্যাডভাইজার মাহবুবুল আলম এবং রাশিয়ার রাজধানী মস্কো থেকে যোগ দিয়েছেন গবেষক বারেক কায়সার৷