1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

ইউক্রেনের শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, মৃত ৫১

৪ সেপ্টেম্বর ২০২৪

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, পলটাভা শহরে রাশিয়ার ব্যালেস্টিক মিসাইল সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ও হাসপাতালে আঘাত করেছে।

https://p.dw.com/p/4kF6z
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ধারকারী দল ও সাধারণ মানুষ সেখানে যাচ্ছে।
গত কয়েকদিন ধরে রাশিয়া ইউক্রেনের একের পর এক শহরে আক্রমণ চালাচ্ছে। ছবি: Patryk Jaraccz/AFP

এর ফলে ৫১ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২৭০ জন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর এটাই সবচেয়ে মারাত্মক আক্রমণ বলে জানিয়েছে ইউক্রেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি তার দৈনিক সান্ধ্য ভাষণে এই আক্রমণের উল্লেখ করেছেন। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। 

রাশিয়ার এই আক্রমণের পর ইউক্রেনের সামাজিক মাধ্যমে বেশ কিছু প্রশ্ন উঠেছে। রাশিয়ার সামরিক ব্লগাররা বলেছেন, ইউক্রেনের সেনা প্রকাশ্যে একটি অনুষ্ঠান করছিল। রাশিয়া সেটাকেই টার্গেট করতে চেয়েছে। এরপরই ইউক্রেনের ব্লগাররা প্রশ্ন তুলেছেন, বর্তমান পরিস্থিতিতে কী করে প্রকাশ্যে কোনো অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিলো সেনা কর্তৃপক্ষ? 

শহরের গভর্নর ফিলিপ প্রোনিন বলেছেন, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে দেখছে, তার নিচে আর কেউ চাপা পড়ে আছেন কিনা। 

জার্মানির নিন্দা

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক রাশিয়ার এই আক্রমণের নিন্দা করে বলেছেন, পুটিন নৃশংসতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এই আক্রমণের দায় তাকে নিতে হবে বলে দাবি করেছেন বেয়ারবক। 

একাধিক ইস্তফা

ইউক্রেনে স্পিকারের অফিস জানিয়েছে, তিনজন মন্ত্রী ও একজন সেনার ডেপুটি চিফ তাদের ইস্তফাপত্র জমা দিয়েছেন। পার্লামেন্টের আগামী অধিবেশনে তাদের অনুরোধ বিবেচনা করা হবে। 

প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, এই সপ্তাহে সরকারে বড় রদবদল হবে। অর্ধেকের বেশি মন্ত্রী বা তাদের কর্মকর্তাদের বদল করা হবে। 

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)