1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের প্রেসিডেন্টকে ট্রাম্পের চাপ

২৬ সেপ্টেম্বর ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য ইউক্রেইনের প্রেসিডেন্টকে চাপ দিয়েছেন বলে একটি ফোনকলে দেখা গেছে৷

https://p.dw.com/p/3QH8V
ছবি: picture-alliance/AP Images/E. Vucci

ইউক্রেনের প্রেসিডেন্টভলোদিমিয়ের জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনকলের ধারণ করা অংশ ২৫ সেপ্টেম্বর প্রকাশ করেছে হোয়াইট হাউজ৷

তাতে দেখা যায়, ট্রাম্প তার ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি এবং মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের সঙ্গে সমন্বয় করে এই তদন্তকাজ করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন৷ এই তদন্ত না করলে ট্রাম্প ইউক্রেনকে আর্থিক সহায়তা না করার বিষয় নিয়েও কথা বলেন৷

জো বাইডেন ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন ৷ তাঁর বিরুদ্ধে বিদেশি সরকারকে তদন্তের জন্য চাপ দেওয়ার অভিযোগ নিয়ে স্পিকার ন্যান্সি পেলোসি মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদের আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দেন৷ অভিযোগ প্রমাণিত হলে ট্রাম্পকে অভিশংসনের মুখে পড়তে হতে পারে৷

ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের নেতা, স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, ‘‘নিজের রাজনৈতিক সুবিধার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করে ব্যবস্থা গ্রহণ করতে বলার কথা এ সপ্তাহে তিনি স্বীকার করেছেন৷ প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই এর জবাব দিতে হবে৷ কারণ, এর মাধ্যমে তিনি আইন লঙ্ঘন করেছেন৷ শুধু তাই নয়, তিনি একজন প্রেসিডেন্ট হিসেবে নিজের সাংবিধানিক দায়িত্ব পালনেও গাফিলতি করেছেন৷’’

‘‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার সাংবিধানিক দায়িত্ব ভঙ্গ করে এবং আমাদের জাতীয় নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনি প্রক্রিয়া ক্ষুন্ন করে তার রাজনৈতিক লড়াইয়ে বিদেশি সরকারের সহায়তা চেয়েছেন৷ এটা হতে দেওয়া যায় না, তাকে জবাবদিহি করতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নন৷’’

সম্প্রতি ফাঁস হওয়া এক গোয়েন্দা তথ্যে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের কথোপকথনের বিষয়টি উঠে আসে৷ হোয়াইট হাউজের মেমোতেও তা নিশ্চিত করা হয়েছে৷

সমালোচকরা বলছেন, বাইডেন এবং তার ছেলে হান্টারের বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ তদন্ত করতে ইউক্রেন সরকারকে চাপ দিয়ে আসছেন ট্রাম্প৷ তার কথামতো কাজ না করলে তিনি দেশটিকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা প্রত্যাহার করে নেওয়ারও হুমকি দেন৷

এর আগে হোয়াইট হাউজের সহকারীকে ইউক্রেনে প্রায় ৪০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ রাখার নির্দেশ দেন ট্রাম্প৷ গত ১৮ সেপ্টেম্বর ওই ফোনকল নিয়ে খবর প্রকাশিত হলে ২২ সেপ্টেম্বর ট্রাম্প স্বীকার করেন বাইডেনের বিষয় নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন তিনি৷

তবে দুর্নীতি নিয়ে উদ্বেগের কারণে ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত রাখা হয়েছিল বলে দাবি করেন ট্রাম্প৷

এসআই/এসিবি (এপি, রয়টার্স, এএফপি, ডিপিএ)