dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
এক দশক ধরে সিরিয়ায় যুদ্ধ চলছে৷ তাই তারা জানে জীবন বাঁচাতে কীভাবে লড়তে হয়৷ সিরিয়ার একদল স্বেচ্ছাসেবী ভিডিও করে নিজ দেশের লোকেদের বোমা হামলা হলে কীভাবে উদ্ধার কাজ চালাতে হয় তা শেখাচ্ছেন৷ ভিডিও দেখে ইউক্রেনের লোকেরাও তা শিখতে পারবেন বলে আশা তাদের৷
ডানিয়েল হেখলার/আরআর