1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ সদস্য হওয়ার পথে মলডোভা

২১ অক্টোবর ২০২৪

রোববার অনুষ্ঠিত গণভোটে দেশটির অর্ধেকের সামান্য বেশি মানুষ ইইউতে যোগদানের পক্ষে মত দিয়েছেন৷

https://p.dw.com/p/4m3D0
Republik Moldau | Chisinau im Vorfeld zum Referendum über EU-Beitritt
ছবি: Elena Covalenco

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সদস্য হওয়ার বিষয়ে মলডোভায় রোববার গণভোট অনুষ্ঠিত হয়৷ রোববার বিকেল পর্যন্ত ভোট গণনার ফলাফলে ইইউ-অন্তর্ভুক্তির পক্ষে আশা দেখা না গেলেও ব্যালট গণনা শেষে দেখা গেছে, ইইউ সদস্য হবার পথে দেশটি৷

এদিকে, ইইউতে যুক্ত হওয়ার মতামতের এই ভোটে রাশিয়ার হস্তক্ষেপ করেছে বলে দাবি মলডোভার৷

সোমবার ভোট গণনা শেষে দেখা যায়, দেশটির অর্ধেকের কিছু বেশি মানুষ অর্থাৎ ৫০ দশমিক ৩ ভাগ ইইউ সদস্যপদের পক্ষে ভোট দিয়েছেন৷ আর ৪৯ দশমিক ৯৭ ভাগের ভোট পড়েছে এর বিপক্ষে৷ দেশটির নির্বাচন কমিশন এই তথ্য জানায়৷ ভোটপ্রদানের হার ছিল ৯৯ ভাগ৷

তার আগে রোববার বিকেল পর্যন্ত প্রায় ৭০ শতাংশ ব্যালট গণনা শেষ হয়৷ সেই ভোট গণনা থেকে উঠে আসছিল একদম অন্য প্রবণতা৷ বলা হচ্ছিল, হয়তো ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশের বিপক্ষে আছেন এই রাষ্ট্রের মানুষেরা৷

কিন্তু বিদেশে থাকা মলডোভার নাগরিকদের ভোট গণনার পর থেকে ইইউ-অন্তর্ভুক্তির পক্ষে থাকা ভোটের জোর বাড়তে থাকে৷

২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার সাথে বন্ধন ছিন্ন করে ইউরোপিয়ান ইউনিয়নের কাছাকাছি আসতে চায় মলডোভা৷ দেশটির ২৫ লাখ মানুষের বেশিরভাগই কৃষিখাতে নিয়োজিত৷

চলতি বছরের জুন মাসে পূর্ব ইউরোপের এই দেশটির ইইউ সদস্যপদ পাওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়৷

গণভোটের আগের একটি জরিপে দেখা যায়, মলডোভার ৫৫ ভাগ মানুষ ইইউ অন্তর্ভুক্তির পক্ষে৷ বিপক্ষে ৩৪ ভাগ৷

রাশিয়া-ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলো এই গণভোট বয়কট বা বিপক্ষে ভোটদানের জন্য প্রচার চালিয়েছে৷

রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ

রোববারের গণভোটের আগে মলডোভা কর্তৃপক্ষ ব্যাপকহারে ভোট কেনা-বেচার খবর পাওয়ার কথা জানায়৷  এর পেছনে রাশিয়া কয়েক মিলিয়ন ডলার খরচ করে থাকতে পারে বলে অভিযোগ তাদের৷

ইইউ-ঘেঁষা মলডোভার প্রেসিডেন্ট মায়া সানদু বিভিন্ন ‘অপরাধী গোষ্ঠীর’ বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন৷ তিনি বলেন, ‘‘ এখন ও গত কয়েক মাসে আমাদের দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর অভূতপূর্ব আঘাত নেমে এসেছে৷ আমরা চূড়ান্ত ফলাফলের অপেক্ষায়৷ দৃঢ় পদক্ষেপ নিয়েই এর জবাব দেব আমরা৷’’

প্রায় তিন লাখ ভোটারকে ঘুস দেওয়ার হয়েছে এমন অভিযোগ তোলেন তিনি৷

এবিষয়ে, রাশিয়ায় অবস্থান করা এক সাবেক রাজনীতিক ও পলাতক ব্যবসায়ী, ইলান শরকে অভিযুক্ত করেছে মলডোভা পুলিশ৷ পলাতক এই ব্যবসায়ী গণভোটে ইইউ-অন্তর্ভুক্তির বিপক্ষে ও একটি নির্দিষ্ট প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে ভোট দেবার জন্য ভোটারদের ঘুস দিয়েছেন বলে অভিযোগ পুলিশের৷

ইলান শরকে মলডোভায় গত বছর তার অবর্তমানে প্রতারণার জন্য দোষী সাব্যস্ত করা হয়৷ বেশ কিছু পশ্চিমা রাষ্ট্রও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে৷

মলডোভা কর্তৃপক্ষ জানায়, তারা আরো একটি পরিকল্পনার কথা জানতে পেরেছে৷ ওই পরিকল্পনা অনুযায়ী, শত শত মানুষকে রাশিয়ায় নিয়ে মলডোভায় দাঙ্গা বাঁধানোর ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে৷

রাশিয়া এই সকল অভিযোগ অস্বীকার করেছে৷

এসএস/আরআর (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য