আসামে বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আসামের বাংলাদেশ সীমান্তে নজরদারি অনেকটাই বাড়িয়ে দিয়েছে বিএসএফ৷
সুতারকান্দি সীমান্ত
আসামের সুতারকান্দি সীমান্ত৷ করিমগঞ্জ শহর থেকে কিছুটা দূরে এই সীমান্ত৷ এখানে বিএসএফের প্রহরা অনেকটা বেড়ে গিয়েছে৷ সারাদিন ধরে চলছে প্রহরার কাজ৷ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এভাবেই নজরদারি বাড়িয়ে দিয়েছে বিএসএফ৷
রাতেও প্রহরা
এখন রাতেও মার্চ হচ্ছে৷ প্রহরা চলছে৷ কোনোরকম ঝুঁকি নিতে রাজি নয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী৷ বিএসএফ কর্তারা পরিস্থিতি খতিয়ে দেখছেন৷ পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে৷
কুকুরের সাহায্য
সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে বিএসএফের মার্চ চলছে৷ সেখানে কুকুরের সাহায্যও নেয়া হচ্ছে৷ বিএসএফের প্রশিক্ষিত কুকুর৷ বিস্ফোরক খুঁজে বের করার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার৷
ওপারের দিকে নজর
বিএসএফ জওয়ানের হাতে দূরবিন৷ নজর কাঁটাতারের বেড়ার ওপারে৷ কোনোরকম সন্দেহজনক কিছু চোখে পড়ছে কিনা, সেটাই দেখছেন ওই জওয়ান৷
প্রহরায় নারীরাও
বিএসএফের এই নারী কর্মী সীমান্ত প্রহরার কাজে আছেন৷ নজর রাখছেন পরিস্থিতির উপরে৷
গোবিন্দপুর গ্রাম
এই সীমান্তে গোবিন্দপুর হলো একটা বিশেষ গ্রাম৷ কারণ, এই গ্রামটি ভারতে, কিন্তু কাঁটাতারের বেড়ার ওপারে৷ এই গ্রামে যেতে হলে কাঁটাতারের বেড়ার গেট পেরিয়ে যেতে হয়৷
একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ
গ্রামের মধ্যেই সীমান্ত৷ বস্তুত বাড়ির উঠোনের মধ্যে দিয়ে চলে গেছে সীমান্ত৷ মাটিতে রয়েছে ছোট তিনকোণা পিলার৷ তার একদিকে লেখা ইন্ডিয়া, অন্যদিকে বাংলাদেশ৷
গ্রামে বিএসএফের প্রহরা
সেই গ্রামেও বিএসএফ নজরদারি বাড়িয়েছে৷ গ্রামের কাদা ভর্তি রাস্তার পাশে দাঁড়িয়ে সশস্ত্র জওয়ানরা৷
গ্রামও অনেকটা শুনশান
গ্রামেও লোক অনেকটা কম৷ অনেক বাড়ি শুনশান৷ বিএসএফ থাকায় মানুষের ভরসা আছে ঠিকই, কিন্তু একটা চিন্তাও আছে৷ ওপারের গোলমালের আঁচ এদিকে আসবে না তো! সূত্র জানাচ্ছে, প্রশাসনও এই মানুষদের দরকার পড়লে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে৷
দরকারে ফোন
বিএসএফের তরফে বলে দেয়া হয়েছে, কোনো দরকার পড়লে, সঙ্গে সঙ্গে যেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়৷ সন্দেহজনক কিছু দেখলে ফোন করা হয়৷ বিএসএফ জওয়ানরা দ্রুত পৌঁছে যাবেন৷
গ্রামের বাইরে যেতে
কাজের সূত্রে বা দরকারে এই গ্রামের বাইরে যেতে হলে প্রথমে যেতে হয় কাঁটাতারের বেড়ার গেটে৷ সেখানে কার্ড দেখিয়ে, নাম লিখিয়ে, আঙুলের ছাপ দিয়ে বাইরে যাওয়া৷ কাজ শেষ হয়ে গেলে গেট বন্ধ হওয়ার আগে আবার গ্রামে ফিরে আসা আগের মতোই চলছে৷
বিএসএফের ব্যবস্থা
শুধু যে টহলদারির সংখ্যা বা জওয়ানের সংখ্যা বাড়ানো হয়েছে তাই নয়, বিএসেফ আসাম সীমান্তে ক্যামেরা ও সেন্সরের সংখ্যাও বাড়িয়েছে৷
ভারতীয় মাছ ধরার নৌকা
কিছুদিন আগেই প্রবল বৃষ্টি হয়েছে এখানে৷ প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল৷ সেই জল থেকে গেছে৷ সেখানেই মাছ ধরছে একটি ভারতীয় নৌকা৷
কাঁটাতারের বেড়া
এদিকে ভারতের আসাম, ওদিকে বাংলাদেশের সিলেট৷ মাঝখানে রয়েছে এই কাঁটাতারের বেড়া৷ আর আছে ভারতের দিকে বিএসএফের কড়া পাহারা৷