1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসল বয়স কত?

গৌতম হোড় নতুন দিল্লি
৫ ডিসেম্বর ২০১৯

দুই কমিউনিস্ট পার্টির মধ্যে জন্মের তারিখ নিয়ে বিভ্রাট৷ সিপিএম বলছে, অবিভক্ত কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল ১৯২০ সালে, রাশিয়ায়৷ সেইমতো তারা শতবর্ষ পালন শুরু করেছে৷ অন্যদিকে সিপিআই বলছে, দলের জন্ম হয়েছিল ১৯২৫ সালে, ভারতে৷

https://p.dw.com/p/3UHIL
ফাইল ছবিছবি: Getty Images/AFP/A. Sankar

আসলে জন্ম কবে হয়েছে তাই নিয়েই বিতর্ক৷ সোটাও আবার দুই কমিউনিস্ট দলের মধ্যে, যাঁরা নিজেদের সবথেকে বেশি ইতিহাসসচেতন বলে দাবি করেন৷

ভারতীয় কমিউনিস্ট পার্টির জন্ম ১৯২০-তে হয়েছিল দাবি করে সিপিএম ইতিমধ্যে শতবর্ষ পালন শুরু করে দিয়েছে৷ কিন্তু যাঁরা নিজেদের আদি দল বলে দাবি করেন, সেই দাবি করছে, তাঁদের জন্ম হয়েছিল ভারতে, ১৯২৫ সালে৷ এই বিভ্রান্তির মধ্যেই শতবর্ষের ইতিহাস নিয়ে খন্ডে খন্ডে বুকলেট প্রকাশ করছে সিপিএম৷ দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তার প্রথমটা প্রকাশ করেছেন বুধবার, যার নাম, কমিউনিস্ট পার্টি@১০০, উইথ দ্য পিপল, ফর ফ্রিডম৷

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য নীলোৎপল বসু ডয়েচে ভেলের কাছে দাবি করেছেন, ‘‘বিতর্ক ভিত্তিহীন৷ তথ্য বলছে, ১৯২০-তেই ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়৷’’

সিপিআই নেতারা এ ব্যাপারে তাদের মুখপত্র নিউ এজ পত্রিকায় এস ভি ঘাটের লেখা নিবন্ধকে সামনে রাখছেন৷ সেখানে ঘাটে লিখেছেন, ১৯৫৯-এর ১৮ অগাস্ট কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠক করে৷ সেখানে এ কে গোপালন, ডাঙ্গে, পি সি জোশী, বাসবপুন্নাইয়ারা সিদ্ধান্ত নেন, সিপিআই-এর জন্ম হয়েছে ১৯২৫-এ৷ তার লিখিত বিবরণীও আছে৷

তা হলে কেন এই জন্মরহস্য? কেনই বা দুই দলের মধ্যে জন্মবিতর্ক? দীর্ঘদিন ধরে বামদলগুলির খবর করেছেন প্রবীণ সাংবাদিক শুভাশিস মৈত্র৷ ডয়চে ভেলেকে তিনি বলেছেন, ‘‘দুই বাম দল অতীতে দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে লড়েছে৷ এখন একসঙ্গে থাকলেও ঝগড়া শেষ হয়ে যায়নি৷ জন্মবিতর্ক সেই ঝগড়ারই প্রতিফলন৷’’

জাতীয় রাজনীতিতে দুই বাম দলের প্রভাব প্রতিপত্তি তলানিতে৷ পশ্চিমবঙ্গ, কেরালার অবস্থা শোচনীয়৷ টিম টিম করে কেবলমাত্র কেরালায় বামেরা ক্ষমতায়৷ অন্যত্র তারা দ্রুতক্ষীয়মাণ৷ তারপরও জন্মরহস্য নিয়ে তারা কেউ কাউকে ছেড়ে কথা বলছে না৷