1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলোর উৎসব ‘ফেট দু লুমিয়ের'

২১ জানুয়ারি ২০১৯

ফ্রান্সের লিয়ঁ শহরে প্রতিবছর আলোর উৎসবের আয়োজন করা হয়৷ সেই সময় পুরো শহরটাই যেন এক মিউজিয়ামে পরিণত হয়৷ আর তা দেখতে সারা পৃথিবী থেকে মানুষ ছুটে যান সেখানে৷

https://p.dw.com/p/3Bsp5
Euromaxx Lyon Lichtfest
ছবি: DW

গত ডিসেম্বরে ‘ফেট দু লুমিয়ের' নামে পরিচিত এই আলোর উৎসবকে ঘিরে আশিটির বেশি লাইট ইন্সটলেশন বসানো হয়েছিল৷ এগুলোর নকশা, মিউজিক সবমিলিয়ে শহরটি যেন এক ওপেন-এয়ার থিয়েটারে পরিণত হয়েছিল৷

 ‘ফেট দু লুমিয়ের' উৎসবের একটি ধর্মীয় অতীত আছে৷সপ্তদশ শতকে প্লেগ রোগের প্রকোপ থেকে শহরের বাসিন্দারা রক্ষা পেলে ভার্জিন মেরির একটি প্রতিমূর্তি স্থাপনের অঙ্গীকার করেছিল লিয়ঁ৷ পরে তেমনটা হলে ভাস্কর্য স্থাপন করা হয়৷ এছাড়া এখনো ঐ ঘটনার স্মরণে মোমবাতি জ্বালানো হয়৷

সান ও রোনে নদী দুটি লিয়ঁতে এসে মিশেছে৷ একেক নদীর পানির উপরিভাগ একেক রকম হওয়ায় বিভিন্ন রংয়ের প্রতিফলন ঘটে দারুণ দৃশ্য তৈরি হয়৷ উৎসবের পরিচালক ডামিয়েন ফন্টেইন বলেন, ‘‘লিয়ঁর নাগরিকরা দেড়শ' বছর আগে যেমন আতশবাজির আয়োজন করতো, আমরা আধুনিক প্রযুক্তি দিয়ে তার পুনরাবৃত্তি করি৷ এভাবে আমরা শহর কর্তৃপক্ষকে সম্মান জানাই৷ সেই সঙ্গে সম্মান জানাই ভার্জিন মেরি ও তাঁর আধ্যাত্মিক শক্তিকে, যা আজও এখানে অনুভূত হয়৷''

লিয়ঁ ক্যাথেড্রালেরলাইট শো-টি উৎসবেরঅন্যতম আকর্ষণীয়গুলোর মধ্যে একটি ছিল৷ পর্তুগালের ওকোবু আর্ট স্টুডিও পানিতে রঞ্জক পদার্থ, কালি ও ফুল ছড়িয়ে বিমূর্ত পেইন্টিং তৈরি করেছিল৷ শিল্পী নুনো মায়া বলেন, ‘‘এটি সবুজ থেকে নীল হয়ে হলুদ থেকে মাল্টিকালার হয়৷ আমরা শেষ করেছি গোলাপি দিয়ে, যা লিয়ঁতে বেশ পরিচিত একটি রং৷ এর মাধ্যমে আমরা লিয়ঁর প্রতি সম্মান জানিয়েছি৷''

ফ্রান্সের লিয়ঁ শহরে প্রতিবছর আয়োজিত এই উৎসব তরুণদের আকৃষ্ট করে৷

সুজানে ডাউস/জেডএইচ