আর্থ আওয়ার : প্রকৃতির আলোয় রাতের এক ঘণ্টা
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমানোর লক্ষ্য নিয়ে সারা বিশ্বে আবার পালিত হলো ‘আর্থ আওয়ার’৷ ছবিঘরে বিশ্বের বিভিন্ন শহরের কৃত্রিম আলো নেভানো এক ঘণ্টার অপরূপ সৌন্দর্যের এক ঝলক...
সিডনি
ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডাব্লিউ ডাব্লিউ এফ) সারা বিশ্বে ‘আর্থ আওয়ার’ উদযাপন শুরু করেছিল অস্ট্রেলিয়ায়৷ সেই ধারাবাহিকতায় দেশটির ছোট-বড় অনেক শহরের বিখ্যাত স্থাrনগুলোতে এবারও মার্চের শেষ শনিবার রাতে এক ঘণ্টা আলো নিভিয়ে রাখা হয়৷ ওপরে ‘আর্থ আওয়ার’-এ সিডনির অপেরা হাউস৷
গ্রিস
বিশ্বের বিভিন্ন শহরে বিখ্যাত কোনো স্থাপনার আলো রাত সাড়ে আটটায় নিভিয়ে দেয়া হবে, তারপর এক ঘন্টা ধরে স্থাপনাটি রাতের আলো-আঁধারিতে ছড়াবে নিজের আলো- ডাব্লিউ ডাব্লিউ এফ-এর এমন আহ্বানে সাড়া দেয়া শুরু হয়েছিল ২০০৭ সালে৷ তারপর থেকে প্রতি বছর এভাবেই জলবায়ু পরিবর্তন রোধ এবং প্রকৃতি রক্ষার বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগে সাড়া দিয়ে আসছে বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন শহর৷
মুম্বাই
আর্থ আওয়ারে ভারতের মুম্বাই শহরের ছত্রপতি শিবাজী মহারাজ টা্র্মিনাস৷
রোম
আর্থ আওয়ারে ইটালির রাজধানী রোমের কলোসিয়ামের এক ঝলক৷
লন্ডন
সব আলো নিভিয়ে দেয়ার পর ২০২৪ সালের আর্থ আওযারে লন্ডনের বাকিংহাম প্যালেস৷
সিঙ্গাপুর
আর্থ হাওয়ারে সিঙ্গাপুরের মার্লিয়ন পার্কের একটি মুহূর্ত৷
কোলন
রাতে কোনো আলো না জ্বালালেও জার্মানির কোলন ক্যাথেড্রাল কত সুন্দর দেখায় দেখে নিন এই ছবিতে৷
সোফিয়া
আর্থ আওয়ারে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার সেন্ট আলেকজান্ডার নেভস্কি ক্যাথেড্রাল৷
বার্লিন
আর্থ আওয়ারে জার্মানির রাজধানী বার্লিনের ব্রান্ডেনবুর্গার গেট সেজেছিল এভাবে৷