1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছয় মিটার উঁচু হলো আইফেল টাওয়ার

১৬ মার্চ ২০২২

আইফেল টাওয়ার আরো উঁচু হয়েছে৷ মঙ্গলবার হেলিকপ্টার দিয়ে টাওয়ারের শীর্ষে বসানো হয়েছে নতুন বেতার অ্যান্টেনা৷ অ্যান্টেনাটি ছয় মিটারের, তাই আইফেল টাওয়ারও ছয় মিটার উঁচু হয়েছে বলে জানিয়েছে আইফেল টাওয়ার সোসাইটি৷

https://p.dw.com/p/48ZLm
আইফেল টাওয়ারের উচ্চতা দাঁড়ালো ৩৩০ মিটারছবি: Sarah Meyssonnier/REUTERS

বিশ্ব বিখ্যাত স্থাপনাটির কর্তৃপক্ষ আরো জানায়, বৃহত্তর প্যারিসে ডিজিটাল বেতার সংকেত প্রেরণের জন্য নতুন অ্যান্টেনাটি ব্যবহৃত হবে৷প্যারিসের সবচেয়ে জনপ্রিয় এই পর্যটনকেন্দ্র থেকে রেডিও অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছির একশ বছরেরও বেশি আগে৷ তখন প্রথম ফরাসি অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয়েছিল এখান থেকে৷

এভাবে উচ্চতা বৃদ্ধিও প্রথম নয়৷ ২২ বছর আগে আরেকবার একটি অ্যান্টেনা স্থাপনের ফলে আইফেল টাওয়ারের উচ্চতা বেড়েছিল৷ এবার ছয় মিটার বাড়ায় আইফেল টাওয়ারের উচ্চতা দাঁড়ালো ৩৩০ মিটার৷

এএস/এসিবি (ডিপিএ)